রাজ্যের খবর

ব্রিগেডে মাটির মানুষদের আহ্বান মা মাটির মানুষের সভায়

Calling the people of the soil to the brigade in the meeting of the people of the soil

The Truth Of Bengal: আগামী ১০ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যাযের ডাকা ব্রিগেডে সমাবেশে হুগলী শিল্পাঞ্চল থেকে কয়েক লক্ষ শ্রমিক যাবে সেই সভায়। ইতিমধ্য তৃণমূলের ব্রিগেডের জনসমাবেশ কে ঘিরে হুগলির বিভিন্ন শহর এবং গ্রামাঞ্চল জুড়ে তৃণমূল কর্মী দের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। মঙ্গলবার হুগলি স্টেশন সংলগ্ন জেলা আইএনটিটিইউসির কার্যালযে এক কর্মী সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা এসে যোগ দিয়েছিলেন। সেখানে বক্তব্য রাখেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা সভাপতি মনোজ চক্রবর্তী, কাবুল মুখোপাধ্যায়, কবীর বসু সহ জেলা আই এন টি টি ইউসির নেতৃবৃন্দ।

অসিত বাবু বলেন, ” যেভাবে সারা দেশ জুড়ে কেন্দ্রের বিজেপি সরকার অস্থির অরাজকতার সৃষ্টি করেছে যার ফলে সাধারণ মানুষ আজ অতিষ্ঠ। আগামী কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে সারা দেশ জুড়ে সাধারণ নির্বাচন। এই নির্বাচনে গণতন্ত্র ধ্বংসকারী অগণতান্ত্রিক বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কে পরাস্ত করে দেশের শান্তি প্রিয় মানুষ কেন্দ্রে গণতান্ত্রিক শাসন কায়েম করবে। তারই জন্য আগামী ১০ তারিখে তৃণমূলের ডাকা ব্রিগেড সমাবেশে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় সরকার গত দশ বছরে দেশের কোটি কোটি মানুষের সর্বনাশ করেছে সে বিষয়ে বিশদে বক্তব্য রাখবেন। এবার আমাদের শপথ নিতে হবে এ রাজ্যের যে ৪২ টি আসনে নির্বাচন হবে যেন সব কটি আসনে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়, গত নির্বাচনে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশের মানুষকে বোকা বানিয়ে ছিল তার পুনরাবৃত্তি এবারে যেন না হয়, তার জন্য শ্রমিক কৃষক ছাত্র-যুব সহ দেশের সমস্ত স্তরের মানুষদের সংগঠিত হতে হবে।”

এছাড়াও এদিনের সভায় বক্তব্য রাখেন জেলা আইএনটিটিইউসির সভাপতি মনোজ চক্রবর্তী ,তিনি বলেন ব্রিগেডে সমাবেশে হুগলি জেলা থেকে সংগঠিত অসংগঠিত শ্রমিক সংগঠনের রেকর্ড সংখ্যক কর্মীরা দলে দলে ব্রিগেডের জনসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবেন।

FREE ACCESS

Related Articles