খালের পাশ থেকে উদ্ধার ব্যবসায়ীর মৃতদেহ, গ্রেফতার ৪
Businessman's body recovered from canal, 4 arrested

Truth Of Bengal: বারুইপুর থানার অন্তর্গত আগনা কাটা খাল এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতদেহটি একটি বাগানের মধ্যে পড়ে ছিল। পুলিশের দাবি, গত কয়েকদিন ধরেই দেহ পড়েছিল। পচা গন্ধ বের হতেই এলাকার মানুষের নজরে আসে মৃতদেহটি। তারাই বারুইপুর থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই দেহটি কলকাতার আনন্দপুর থানা এলাকার বাসিন্দা সানু রামের।
প্রসঙ্গত, ২৮ বছর বয়সী জুতোর দোকানদার সানু রাম গত ৩১ শে জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। ঐদিন কসবা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য বেরালেও বাড়ি পৌঁছান নি। সেই থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এরপর তার পদিন বাড়ি না ফেরায় প্রাথমিকভাবে স্থানীয় থানায় নিখোঁজ ডাইরি করে পরিবারের তরফ থেকে।
পরে অপহরণের মামলা রুজু করা হয়। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে সোনুর অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে এক লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে সোনারপুর অমিত নষ্করের একাউন্টে। অমিত পুলিশি জেরায় স্বীকার করে অনুপ মন্ডল ও দিও হালদার এই টাকা ট্রান্সফার করেছিল। এই শুনে পুলিশ অনুপকে গ্রেফতার করে। এরপর গ্রেফতার হওয়া ওই ব্যক্তি খুনের কথা স্বীকার করে ও মৃতদেহ লোকানোর কথা স্বীকার করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ মোট পাঁচ অভিযুক্তের নাম পায়। তাদের মধ্যে অনুপ মন্ডল, দীপ হালদার, খোকন বৈদ্য ও প্রদীপ ন্যায়বান নামে চারজনকে গ্রেফতার করেছে। ঘটনায় আরেক অভিযুক্ত রঞ্জিন চক্রবর্তীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি সঠিক কি কারণে খুন করা হল ঐ ব্যবসায়ীকে তা খতিয়ে দেখছে পুলিশ। এরপর বুধবার মৃতদেহটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে বারুইপুর থানার পুলিশ।