
The Truth Of Bengal : মালদা:- ফের মালদায় ছিনতাইয়ের কবলে এক ব্যবসায়ী। ব্যবসায়ীকে মারধর করে ছিনিয়ে নেওয়া হল সোনার অলংকার নগদ টাকা সহ মোবাইল। বাধা দিলেই ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয়। আক্রান্ত ব্যবসায়ী চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলা কালিয়াচক থানার জালালপুরের শ্রীরামপুর এলাকায়। আক্রান্ত ব্যবসায়ীর নাম ইলিয়াস খান বয়স আনুমানিক ৪০ বছর। এই বিষয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে মোটরবাইক নিয়ে জালালপুর থেকে বাড়ি ফিরছিল ওই ব্যবসায়ী সেই সময় শ্রীরামপুর এলাকায় শাহজাহান বিশ্বাস, ডালিম শেখ সহ বেশ কয়েকজন মাঝ রাস্তায় পথ আটকায়। তারপরেই শুরু হয় বেধড়ক মারধোর। গলায় থাকা সোনার অলংকার হাতে থাকা সোনার অলংকার নগদ চল্লিশ হাজার টাকা ও একটি দামি মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ। আক্রান্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।