লোকসভা নির্বাচনের আগে লিফলেট বিলি বিজেপি যুব মোর্চার, ভোট প্রচারে অভিনব কৌশল বীরভূমে
BJP Yuva Morcha distributes leaflets ahead of Lok Sabha polls, novel tactic for vote campaign in Birbhum

The Truth Of Bengal: লোকসভা নির্বাচনে ভোট প্রচারের অভিনব কৌশল এবার বিজেপি যুব মোর্চার।কেন্দ্র সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি লিফলেটের মাধ্যমে প্রচার। লিফলেট ছাপিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা বিজেপি যুব মোর্চার। দ্রুত কাজ শুরু করবে বলে জানিয়েছে বীরভূম জেলা বিজেপি
লোকসভা নির্বাচনের দিন ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। তাই এবার এক অভিনব কৌশল নিচ্ছে বিজেপি। বিজেপির তরফ থেকে লোকসভা নির্বাচনের আগে লিফলেট ছাপিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হলো। সেই পরিকল্পনা অনুযায়ী কেন্দ্র সরকারের যে সকল উন্নয়নমূলক প্রকল্প রয়েছে সেগুলিকে লিফলেটে ছাপিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বীরভূম জেলা বিজেপির তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হলো।
এর পাশাপাশি বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গের ভাওতা উন্নয়ন আর কেন্দ্রের আসল উন্নয়নের পার্থক্য সাধারণ মানুষেরা এই লিফলেট থেকেই টের পেয়ে যাবেন। বিজেপি যুব মোর্চার কর্মীরা এই লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু করবে বলে জানানো হয়েছে বীরভূম জেলা বিজেপির তরফ থেকে।তবে আদতে এই কৌশল ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে তা সময়ে উত্তর পাওয়া যাবে।
Free Access