বিরূপাক্ষ বিশ্বাসকে তলব করল সিবিআই, সিজিওতে হাজির চিকিৎসক
Birupaksha Biswas was called by CBI in Rape and murder case of RG Kar hospital

Truth Of Bengal, Barsa Sahoo : আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এবার তলব করল সিবিআই। আজ সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন তিনি। এই নিয়ে আরজি কর-কাণ্ডের তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন তিনি। বিরূপাক্ষ সন্দীপ ঘনিষ্ঠ নামেই পরিচিত।
আজ এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডাকা হয়েছে বলেই খবর। অভিযোগ, আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার দিনই তিনি নাকি হাসপাতালেই উপস্থিত ছিলেন। ঘটনার দিন কেন তিনি ওই হাসপাতালে গিয়েছিলেন, সে বিষয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই অনুমান অনেকের।
প্রসঙ্গত, তৃণমূলের নির্মল মাঝি ঘনিষ্ঠ হিসেবে চিকিৎসক মহলে পরিচিত তিনি। অভিযোগ, তিনি নাকি বর্ধমান মেডিকেল কলেজে রাজ করতেন। খুব দাপুটে এই চিকিৎসক নিজের ইচ্ছেমতো ‘থ্রেট কালচার’ও চালিয়ে যেতেন। সম্প্রতি তার একটি অডিও বেশ ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়া অডিওতে শোনা যাচ্ছিল বর্ধমান মেডিকেল কলেজের এক চিকিৎসক পড়ুয়াকে ইন্টার্নশীপের সার্টিফিকেট না দেওয়ার হুমকি দিচ্ছেন। অভিযোগ ওঠে ওই ব্যক্তি নাকি বিরুপাক্ষ ছিলেন। তবে পরবর্তীতে সেই অভিযোগ তিনি নিজেই খারিজ করে দেন। আরজি কর আবহে তাঁদের বিরুদ্ধে বৌবাজার থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। বিরূপাক্ষকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
এখানেই শেষ নয়! এই চিকিৎসকের নামে আরও অভিযোগ, গত ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হলের ভাইরাল হওয়ায় এক ছবিতে ‘বহিরাগত’ বিরুপাক্ষকে দেখা যায় বলে দাবি IMA – এর।
প্রথমে তাঁকে বর্ধমান থেকে কাকদ্বীপে বদলি করা হয়েছিল। অভিযোগ, মেডিক্যাল কলেজের ক্যান্টিনে ২৩,৮০০ টাকা বাকি রেখেই তিনি চলে গিয়েছিলেন। ক্যান্টিন থেকে তিনি নাকি টাকা না দিয়ে দেদার বিস্কুট, চা, সিগারেট খেতেন। বারবার চেয়েও বিরূপাক্ষের কাছ থেকে প্রাপ্য আদায় করতে পারেননি, অভিযোগ বর্ধমান মেডিক্যালের ক্যান্টিনের মালিকের।