পুজোর আগে বড় সাফল্য রানাঘাট পুলিশের, উদ্ধার ৪০০ বোতল দেশি-বিদেশী মদ
Big success of Ranaghat police before Puja, recovery of 400 bottles of local and foreign liquor

Truth Of Bengal: নদিয়া, মাধব দেবনাথ: পুজোর আগে বিশেষ অভিযান চালিয়ে রানাঘাট পুলিশ জেলার আবারো বড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে এক বাড়িতে হানা দিয়ে উদ্ধার করল প্রায় ৪০০ বোতল দেশি-বিদেশী মদ। পুলিশের জালে গ্রেফতার অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ৮ টা নাগাদ তারা গোপন সূত্রে খবর পায় নদীয়ার কল্যাণী থানার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডের গোকুলপুর বাজার সংলগ্ন বিক্রমপুর কলোনির একটি বাড়িতে বেআইনিভাবে প্রচুর দেশি ও বিদেশী মদ মজুদ করা রয়েছে। সেইমতো বিশেষ অভিযান চালায় গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। এরপর সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় ৪০০ বোতল মদ। যদিও হেমন্ত দাস বয়স ৩৬ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, উদ্ধার হওয়া মদ গুলির বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা। তবে জব্দকৃত বিভিন্ন কোম্পানির দেশি-বিদেশি মদগুলি নিয়ে আসা হয় পুলিশ থানায়। বুধবার অভিযুক্তকে তোলা হয় আদালতে। তবে ওই যুবক বেআইনিভাবে কি কারণে দেশি-বিদেশি মদ মজুদ করে রেখেছিল এবং এই চক্রের সাথে আর কে বা কারা জড়িত তার তদন্তের স্বার্থে আদালতে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে পুলিশের তরফে।
জানা গেছে, গয়েশপুর পুলিশ ফাঁড়ির আধিকারিক জয় দাসের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। যদিও শুধু পূজোর আগে নয়, গত বেশ কয়েক মাস ধরে একইভাবে অভিযান চালিয়ে যাচ্ছে রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা। পুলিশ জেলার পুলিশ সুপারের করা নির্দেশেই চলছে এই বিশেষ অভিযান। তবে দুর্নীতি দমনে সদা তৎপর যে পুলিশ প্রশাসন তার বলার বাকি থাকে না।