রাজ্যের খবর

বড় খবর: সরানো হল দুই থানার ওসিকে, জানুন কারন

Big news: OCs of two police stations have been removed, know the reason

The Truth Of Bengal : ভোট ঘোষণার পর থেকেই রাজ্যের একাধিক অফিসারকে বদলি করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। প্রথমেই ডিজিকে বদল করে কমিশন। তারপর রাজ্য পুলিশের আধিকারিকদের বদল করা হয়।এবার আবারও রদবদলও করল কমিশন।

এবার আনন্দপুর ও ডায়মণ্ডহারবারের ওসিকে বদলি করে দেওয়া হল।এই দুই থানার ওসি পদে    কাদের আনা হবে তা এখনও কমিশন স্পষ্ট করেনি।আগামীকাল বেলা ১১টায় সবিস্তারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য মোতাবেক সবকিছু জানানো হবে বলে স্পষ্ট করা হয়েছে।

Related Articles