কলকাতারাজ্যের খবর
Trending
Big Breaking : ভর সন্ধ্যায় তিলজলায় পুকুর থেকে ৩-৩ টি কিশোরের দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য
Big Breaking: There was a lot of excitement after the bodies of 3 teenagers were recovered from the pond in Tiljala in the evening.

The Truth Of Bengal : আবারও শহরে দেহ উদ্ধার।শুক্রবার ভরসন্ধ্যায় পুকুর থেকে ৩-৩টি দেহ উদ্ধারে তোলপাড় পড়েছে তিলজলায়।তিলজলার ৪২নম্বর বাসস্ট্যান্ডের কাছে রয়েছে অছি পরিষদের মন্দির।সেখানেই রয়েছে একটি বড়সড় পুকুর।পুকুর থেকেই উদ্ধার হয় ৩যুবকের দেহ।দেখা যায় তাঁদের শরীরের পোশাক সিঁড়িতে খোলা ছিল।যে ৩জনের দেহ উদ্ধার হয়েছে তাঁরা হলেন, ১৪বছর বয়সের মহম্মদ ইমতিয়াজ,তাঁর বাড়ি সাপগাছি ফার্স্ট লেনে, ১৫বছরের মহম্মদ হায়দার,তাঁর বাড়ি সাপগাছি ফার্স্ট লেনে, ১৬বছরের মহম্মদ সাহিলের বাড়িও সেই সাপগাছিতেই, ৩কিশোরের দেহ উদ্ধার করেছে তিলজলা থানার পুলিশ এবং ডিএমজি টিম।
দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হয়েছে।কী কারণে পুকুর থেকে এই দেহ উদ্ধার হল তার রহস্য উদ্ঘাটনে এগিয়ে এসেছে পুলিশ।