রাজ্যের খবর

Big Breaking : খড়গপুরে পুলিশ হিরণ বাগবিতণ্ডা, রেল শহরে ধুন্ধুমার

Big Breaking: Police Hiran Bagbitanda in Kharagpur, Dhundhumar in Railway Town

The Truth Of Bengal :ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের  আপ্তসহায়ক তমোঘ্ন দে-এর   বাড়িতে মঙ্গলবার রাতে পুলিশ যায়। খবর পেয়ে রাতেই দাসপুর থেকে খড়গপুরে পৌঁছন হিরণ চট্টোপাধ্যায়। পুলিশের সঙ্গে রীতিমতো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। হিরনের অভিযোগ, কী কারণে এই অভিযান তা কেন তাঁকে জানানো হয়নি।পুলিশের বক্তব্য তদন্তের স্বার্থেই এই জেরার কাজ চলছে।পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন হিরণ চট্টোপাধ্যায়।   ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় রেল শহর খড়গপুরে। এমনকি হিরণ আগ বাড়িয়ে পুলিশের তাছে তদন্তের কাগজ দেখতে চান  । একইসঙ্গে বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের  তীব্র বাগবিতণ্ডা শুরু হয়ে যায়  । একসময় পুলিশ অফিসারদের হিরণ ধমকান বলে অভিযোগ।নিজেকে বিধায়ক বলে দাবি করে,তাঁর প্রশ্ন,  ‘আপনি পকেটে হাত দিয়ে কথা বলছেন কেন?

পুলিশ আধিকারিক তখন হিরণকে বলেন, বিধায়ক হলেও তিনি কখনই আঙুল তুলে কথা বলতে পারেন না। সীমা ছাড়িয়ে  হিরণ   পুলিশ অফিসারকে আরও বলেন, ‘হাইকোর্টের অর্ডার দেখান।’ পালটা অফিসার বলেন, ‘হাইকোর্টের অর্ডারে তদন্ত হয় না কি? কেস হয়েছে, তাই আমি তদন্তে এসেছি।’ রাতেই হিরণ-পুলিশের বচসা রেলশহরে তুমুল উত্তেজনা ছড়ায়।বিজেপির  নেতারা অনেক সময়ই পুলিশের ওপর হামলা করার জন্য প্ররোচিত করেন বলে অভিযোগ উঠেছে।দিলীপ ঘোষ,সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ উঠেছে পুলিশকে ধমকানোর ও চমকানোর।এবার সেই একই পথে হিরণ চট্টোপাধ্যায় হাঁটলেন বলে অভিযোগ রেলশহরের বাসিন্দাদের একাংশের।

 

Related Articles