রাজ্যের খবর

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বারাসাতগামী যাত্রীবাহী বাস

Barasat-bound passenger bus escaped from a major accident

The Truth Of Bengal : ফের এক ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে শিউলি পঞ্চায়েতের দেবপুকুর মোড়ে ব্যারাকপুর বারাসাত গামী ৮১ নম্বর রুটে। ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন বাসযাত্রীরা।

জানা যায়, মঙ্গলবার শিউলি পঞ্চায়েতের দেবপুকুর মোড়ে ব্যারাকপুর বারাসাতগামী ৮১ নম্বর রুটের দুই বাসের রেষারেষিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সজরে লাইট পোস্টে ধাক্কা মারে। পোস্ট ভেঙে ভিতরে ঢুকে যায় অল্পের জন্য বেঁচে যায় বাসে থাকা যাত্রীরা দুই মহিলা সহ আর একজন যাত্রীর অল্প বিস্তার আঘাত লাগে। পাশেই রয়েছে একটি বড় স্কুল।আজ স্কুল ছুটি থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় কারণ ওখানে স্কুলের পুলকার গুলো দাঁড়ানো থাকে।

Related Articles