রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর রাতারাতি সাসপেন্ড বারাবনির ওসি

Barabani OC suspended overnight after strong message from Chief Minister

Truth Of Bengal: আইনের রক্ষকদের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি স্বচ্ছতার দিকে নজর দিতে হবে। কোনওরকম বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেল। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর, রাতারাতি সাসপেন্ড করা হল আসানসোলের বারাবনি থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। প্রশাসনের তরফে আভাস মিলছে,  কর্তব্যে গাফিলতির অভিযোগে এই সাসপেন্ড করা হয়েছে। বালি, কয়লাপাচার  রুখতে প্রশাসনিক স্তরে ব্যবস্থা গ্রহণও করা হচ্ছে।

আগেই মনোরঞ্জন মণ্ডল-সহ অন্যান্য কয়েকটি থানার ওসিদের বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। জানা যায়,  অন্ডাল থানার দায়িত্ব পেতে পারেন মনোরঞ্জন মণ্ডল। এরই মাঝে বৃহস্পতিবার সন্ধেয় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা, বালি পাচার নিয়ে সরব হন। নিচুতলার পুলিশ কর্মীদের নিশানা করেন তিনি। কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন। এই অবস্থায় মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করার ঘটনায় জল্পনা তৈরি হয়েছে।  আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছেন, অপেশাদারিত্বের জন্য এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশের শৃঙ্খলাপরায়ণতাও কর্তব্যপালনে পেশাদারিত্বের মতো বিষয় অগ্রাধিকার দেওয়া হয়েছে। জেলা পুলিশের সর্বস্তরে বেড়েছে নজরদারি। আগামীদিনে আশা করা হচ্ছে পুলিশ কর্মীরা তাঁদের কর্তব্যপালনে আরও সজাগ হবেন।

Related Articles