
The Truth of Bengal: শুরু হয়েছে পিকনিকের মরসুম। রাজ্যজুড়ে ফেস্টিভ মুড। বড়দিনের টানা ছুটি। আর এই ছুটিতে কাছে দূরের বিভিন্ন পিকনিক স্পটে মানুষ ছুটে যাচ্ছেন। তবে পরিবেশের কথা মাথায় রেখে পিকনিকের ক্ষেত্রে একাধিক বিধি নিষেধ আরোপ করেছে প্রশাসন। এই যেমন উত্তর দিনাজপুর জেলা। এক সময়কার জনপ্রিয় একাধিক পিকনিক স্পট এবার পিকনিকের জন্য ‘নট অ্যালাউ’। কোনভাবেই পরিবেশকে আঘাত করা যাবে না। ‘ডিস্টার্ব’ করা যাবে না প্রকৃতির কোলে বেড়ে ওঠা জীবজগৎকে।
এই জেলার এমনই বিখ্যাত সব পিকনিক স্পট কুলিক, আব্দুল ঘাটা, শিয়ালমনি, ধামজা, বাহারাইল সহ একাধিক বনাঞ্চলে এবছর থেকে পুরোপুরি পিকনিক করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন সংরক্ষনের লক্ষ্যে বড়সড় সিদ্ধান্ত গ্রহন করেছে উত্তর দিনাজপুর জেলা বন বিভাগ। বিভাগীয় বন আধিকারিক দাওয়া সাংমু শেরপা জানান, জেলার প্রতিটি বনাঞ্চলে পিকনিকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। না জেনে অনেকেই তাদের পছন্দের জায়গায় পিকনিক করতে পৌঁছে যাচ্ছেন।
প্রশাসনের নিষেধাজ্ঞা জারি হওয়ায় হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের। একাধিক বনাঞ্চলে পিকনিক ‘নট অ্যালাও’ এর পোস্টার ঝোলানো হয়েছে। বন আধিকারিকের ব্যখ্যা, বর্তমানে শুস্ক আবহাওয়া রয়েছে। এর মধ্যে বনাঞ্চলে আগুন জ্বালিয়ে রান্না করলে যেকোনো মুহূর্তে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। পাশাপাশি পিকনিকের কারণে বনাঞ্চলের পরিবেশের উপর বড় আঘাত আসে। উত্তর দিনাজপুর জেলায় বনভূমির পরিমান এমনিতেই কম। ৬০০ হেক্টর জমিতে রয়েছে বনাঞ্চল৷ যেসব জায়গা ফাঁকা হয়েছে সেখানে বনসৃজনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এই সিদ্ধান্তে পরিবেশের রক্ষায় কার্যকরী ভূমিকা নেবে বলে মনে করছে জেলা প্রশাসন।