রাজ্যের খবর

কারখানার সুপারভাইজারকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৩

Arrested on charges of beating and murdering factory supervisor 3

Truth Of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী :  হুগলির সাহাগঞ্জে জুপিটার কারখানার সুপারভাইজার পাপ্পু দাসকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার তিনজন। ধৃতরা হল শ্যামসুন্দর সাউ, সর্বান কুমার দাস, বান্টি দাস । আজ ভোরে তিনজনকে গ্রেফতার করে চন্দননগর পুলিশের গোয়েন্দারা।

পুলিশ সূত্রে জানা গেছে,ধৃতদের মধ্যে একজন সাব কনট্রাকটর ও দুই জন শ্রমিক। বিশ্বকর্মা পুজোর খাওয়াদাওয়ার জন্য টাকা চাওয়া নিয়ে বচসার জেরে খুন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের আজ চুঁচুড়া আদালতে পেশ করা হবে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাসী চলবে।

গতকাল বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি চলার সময় কারখানা গেটের বাইরে সুপারভাইজারকে গন প্রহার করা হয়। তাকে বাঁচাতে গিয়ে আহত হন দুই শ্রমিক। ব্যান্ডেল ই এস আই হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় সুপারভাইজারের।
ঘটনার তদন্তে নামে চন্দননগর পুলিশের গোয়েন্দারা।

Related Articles