ঝাড়গ্রামে মাছচাষিদের চারাপোনা বিতরণ প্রশাসনের
Administration distributes seedlings to fish farmers in Jhargram

Truth Of Bengal: মাছচাষিদের মাছের চারাপোনা বিতরণ প্রশাসনের। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য বিভাগের উদ্যোগে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের মাছচাষিদের বিনামূল্যে মাছের চারাপোনা ও চুন দেওয়া হয়। গোপীবল্লভপুর দুই পঞ্চায়েত সমিতির মৎস্য বিভাগের কর্মাধ্যক্ষ মনিকাচন্দ মাইতি বলেন, রাজ্যের মৎস্য দফতরের আর্থিক সহযোগিতায় প্রতিবছর তিন বার মাছচাষিদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে তোলার জন্য বিনামূল্যে মাছের চারা, খাবার ও চুন দেওয়া হয়।
এবার ৫০ জন মাছচাষিকে মাছের চারা ও চুন দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন,যেই সব মাছচাষিদের বড় পুকুর রয়েছে, তাঁদের ৩০ থেকে ৩৫ কেজি মাছের চারা ও চুন এবং যাঁদের ছোট পুকুর রয়েছে তাঁদের ১৫ কেজি করে মাছের চারাও চুন দেওয়া হয়েছে। গোপীবল্লভপুর দুই পঞ্চায়েত সমিতির পূর্ত দফতরের কর্মাধ্যক্ষ টিঙ্কু পাল বলেন, গোপীবল্লভপুর দুই ব্লকের মাছচাষিদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য বিনামূল্যে মাছের চারা ও চুন দেওয়া হয়েছে। এর ফলে এলাকার মাছচাষিরা বিশেষ ভাবে উপকৃত হবেন বলে তিনি জানান। বিনামূল্যে মাছের চারা ও চুন পেয়ে খুশি গোপীবল্লভপুর দুই ব্লকের মাছচাষিরা।