হাইভোল্টেজ নন্দীগ্রামে সেবাশ্রয়, শিবির পরিদর্শন অভিষেকের
নন্দীগ্রামে আয়োজিত ‘সেবাশ্রয়–১’ শিবির ঘুরে দেখার পাশাপাশি দ্বিতীয় শিবিরও পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
Truth of Bengal: সেবামূলক কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রামে পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল পৌনে তিনটে নাগাদ নন্দীগ্রামের খোদামবাড়িতে পৌঁছে ভিড় এড়িয়ে, হেঁটেই সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। নন্দীগ্রামে আয়োজিত ‘সেবাশ্রয়–১’ শিবির ঘুরে দেখার পাশাপাশি দ্বিতীয় শিবিরও পরিদর্শনের কথা রয়েছে তাঁর। শিবিরে আসা সাধারণ মানুষদের সঙ্গে কথা বলতে এবং তাঁদের সমস্যার কথা শুনতেও দেখা যায় অভিষেককে। কর্মসূচি শেষে সাংবাদিক বৈঠক করারও কথা রয়েছে।

উল্লেখ, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর বিধানসভা কেন্দ্রে তৃণমূল আয়োজন করেছে ‘সেবাশ্রয়’ শিবির। ফলে রাজনৈতিক প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর ঘিরে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই কৌতূহল চর্চা চলছে। যদিও এদিন সেবাশ্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন নিজে করেননি অভিষেক। তাঁর নির্দেশে নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যদের হাত দিয়েই অনুষ্ঠানের সূচনা করা হয়।

তৃণমূল সূত্রে দাবি, নন্দীগ্রামের মানুষের আবেদনে সাড়া দিয়েই নিজের সাংসদ এলাকা ডায়মন্ড হারবারের বাইরে এসে এই বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয়ের আয়োজন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, নন্দীগ্রামের দুটি ব্লকে শুরু হওয়া এই সেবাশ্রয় শিবির চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত।






