এক বছর পূর্ণ যাদবপুরকাণ্ডের স্বপ্নদ্বীপের মৃত্যুর, দোষীদের শাস্তির আর্জি পরিবারের
A year has passed since the death of Swapnadwip in the Jadavpur case, the family's request for punishment of the culprits

The Truth Of Bengal,নদিয়া,মাধব দেবনাথ: ২০২৩ সালের ৯ই আগস্ট কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল নদীয়ার বগুলার বাসিন্দা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর। আজ সোমবার তিথি মতে স্বপ্নদ্বীপের বাৎসরিক কাজ সম্পন্ন করবেন তার পরিবার। আর সেই ঘটনার প্রায় এক বছর পরও স্বপ্নদ্বীপের মৃত্যুর জন্য দায়ী দোষীদের এখনো সাজা না হওয়া নিয়ে সোমবার আক্ষেপ করলেন স্বপ্নদীপ এর মা। প্রসঙ্গত গত বছর ৯ই আগস্ট রাতে যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় স্বপ্নদ্বীপের।
অভিযোগ ওঠে রাগিং এর শিকার হয়েছিলেন ওই ছাত্র। আর এই ঘটনা নিয়ে তখন তোলপাড় হয়েছিল রাজ্য। আর সেই ঘটনার পর অভিযুক্তরা গ্রেফতার হলেও প্রায় এক বছর কেটে গেলেও এখনো সাজা পাননি তারা। আর সোমবার ছিল তিথি মতে স্বপ্নদীপ এর বাৎসরিক কাজ। স্বপ্নদ্বীপের মা এবং বাবা আইনের ওপর সম্পুর্ন আস্থা রেখে দোষীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন। প্রসঙ্গত মর্মান্তিক ঘটনার পর স্বপ্নদ্বীপের বাবা এবং মায়ের সাথে দেখা করতে এসেছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের একাধিক নেত্রী থেকে শুরু করে রাজ্যের শীর্ষ নেতৃত্বরা।
বিজেপির পক্ষ থেকেও বিষয়টি নিয়ে রাজনীতি করার চেষ্টা করা হয়। তবে তৃণমূলের নেতা-নেত্রীদের উপর ভরসা রেখেছিলেন স্বপ্নদ্বীপের পরিবার। যদিও স্বপ্নদ্বীপের সাথে ঘটে যাওয়া ঘটনায় দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার ব্যবস্থা অতি দ্রুত করবে বলে আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের হেভিয়েট নেতারা, কিন্তু এখনো অধরাই থেকে গেল সবকিছুই। পরিবারের এখন একটাই প্রশ্ন তাহলে কি দোষীরা কোনদিন শাস্তি পাবে না।