রাজ্যের খবর
নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু এক কিশোরের
A teenager drowned while bathing in the river

The Truth Of Bengal : রায়ডাক নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের । ঘটনায় শোকের ছায়া এলাকায় । স্থানীয় সূত্রের খবর অনুযায়ী তুফানগঞ্জ এর ধলপল ১ গ্রাম পঞ্চায়েতের উত্তর ধলপল এলাকায় বন্ধুদের সাথে নদীতে স্নান করতে যায় এক কিশোর। নদীতে স্নান করার সময় হঠাৎ তুই ওই কিশোর জলে তলিয়ে যায় । মৃত কিশোরের নাম শাহিনুর আলী , বয়স ১৫।
ঘটনাটি জানাজানি হওয়ার পর কিশোরের বন্ধুরা তার বাড়িতে খবর দেয় । খবর পেয়ে পরিবারের লোকজন সহ স্থানীয়রা ঘটনা স্থলে উপস্থিত হয় । এবং দীর্ঘ খোঁজাখুঁজি করার পর তাকে জল থেকে উদ্ধার করা হয় ।
এরপর তাকে দ্রুত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ । এবং ময়নাতদন্তের জন্য পুলিশ দেহটিকে নিয়ে যায় ।
Free Access