সলশলাবাড়ি এলাকায় বাসের চাপায় এক শিক্ষকের মৃত্যু
A teacher died after being run over by a bus in Salshalabari area

The Truth Of Bengal: সলশলাবাড়ি এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের চাপায় এক শিক্ষকের মৃত্যু। শুক্রবার সকাল ১০:৩০ টা নাগাদ ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার থানার অন্তর্গত সলশলাবাড়ি রেল স্টেশন দেব কালোনি এলাকায়। জানাগেছে মৃত ব্যক্তির নাম ভজন সাহা, কুমারগ্রাম থানার অন্তর্গত বারবিশা এলাকার বাসিন্দা। তিনি আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক ঘরঘরিয়া জুনিয়ার হয় স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। এদিন বাড়ি থেকে বাইকে করে বিদ্যালয়ে যাবার পথে সলশলাবাড়ি এলাকায় কোচবিহার থেকে বারবিশা গামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ভজন সাহা বাইক সমেত বাসের নিচে চাপা পড়ে যান। অন্যান্য পথ যাত্রী ও বাসের যাত্রীরা বাসের নিচ থেকে ভজন সাহা’কে উদ্ধার করেন। সেই সময় বাসের চালক ও বাস কন্ডাক্টর ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিজেদের গাড়ি করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হাসপাতালে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ঘাতক বাসটিকে আটক করেছে।