রাজ্যের খবর

খড়গপুরে চলন্ত বাসে আগুন, মৃত শিশু, সহ একাধিক যাত্রী আহত!

A moving bus caught fire in Kharagpur

The Truth Of Bengal : কালী পুজোর আগে ভয়াবহ দুর্ঘটনা প্রাণ গেলো এক শিশুর। পশ্চিম মেদিনীপুরের কাছে যাত্রীবাহী বাসে আগুন।আহত একাধিক জন যাত্রী। শুক্রবার রাতে কলকাতা থেকে ওড়িশার পারাদ্বীপ যাচ্ছিল এই লাক্সারি বাস৷ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কাছে এই ঘটনা ঘটে। চলন্ত বাসেই হঠাৎ দাউ-দাউ করে আগুন জ্বলে ওঠে।
পুলিশ সূত্রে খবর, রাতে ওড়িশার পথে ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে ছুটছিল এই বাসটি৷ প্ৰায় ৪০ জন যাত্রী ছিলেন বাসে। খড়্গপুরের কাছে মাধবপুরে হঠাৎ বাসের সামনের অংশ থেকে ধোঁয়া আসতে শুরু ।

তারপরই অল্প সময়েই বাসের ভিতরে কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়৷ সঙ্গে সঙ্গে বাস থামিয়ে যাত্রীদের নেমে যেতে বলেন চালক৷ বাস থেকে নামার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আর তারই মাঝে ধোঁয়া পরিণত হয় বিধ্বংসী আগুনে৷ বাসের আগুন নিয়ন্ত্রণে আসার পর সেটি ৬ নম্বর জাতীয় সড়কের উপর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বাসটি, রাতেই ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের সঙ্গে কথা বলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা।

পুলিশ সূত্রে খবর: প্রাথমিক পর্যবেক্ষণের পর পুলিশ জানিয়েছে, বাসের সামনের দিকে ইঞ্জিনেই আগুন লাগে। আর সেটাই দ্রুত বাসের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে। এদিকে বাসের সামনের দিকেই ওঠানামার দরজা। ফলে আগুনের হলকার মধ্যে দিয়ে যাত্রীদের কোনওমনে নামানো হয়৷ তড়িঘড়ি বাস থামিয়ে দ্রুত যাত্রীদের নামিয়ে আনা হয়৷ সেই সময়ে বাসে প্রায় চল্লিশ জন যাত্রী ছিলেন। আগুনের তীব্রতার মাঝে দ্রুত বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি পরে যায় যাত্রীদের মধ্যে৷ রাতেই চিকিৎসার জন্য আহতদের নিয়ে যাওয়া হয়েছে খড়গপুর মেডিকেল কলেজে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, শট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড।

FREE ACCESS

Related Articles