রাজ্যের খবর

যৌন হেনস্তা থেকে তোলবাজি, অন্তহীন অভিযোগের পরিপ্রেক্ষিতে কল্যাণী মেডিক্যাল থেকে ‘বহিষ্কৃত’ ৪০ পড়ুয়া

40 students suspended in Kalyani JNM

Truth Of Bengal : দু চার দিন নয় টানা ৬ মাসের জন্য ৪০ জন পড়ুয়াকে কলেজের পঠনপাঠন থেকে বহিষ্কার করলো কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ। বৃহস্পতিবার কল্যাণী জেএনএম মেডিকেল কলেজের হাসপাতালের অধ্যক্ষর উপস্থিতিতে কাউন্সিল মিটিং হয়। আর সেই মিটিং এই ৪০ জন মেডিকেল পড়ুয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতেই কলেজ কর্তৃপক্ষের এহেন পদক্ষেপ বলে জানান কলেজ কর্তৃপক্ষ। কলেজ সূত্রে খবর, এই পড়ুয়াদের বক্তব্য শোনার পরই তাদের বিরুদ্ধে এ-হানো নজীব বিহীন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কলেজ কাউন্সিলের তরফে।

কাউন্সিল বৈঠকের মিনিটস অনুযায়ী জানা যায়, এই ৪০ জন পড়ুয়া, তাদের সহপাঠীদেরকে ভীতি প্রদর্শন করত। শুধু তাই নয় ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ায় তাদের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলত। এমনকি তোলাবাজি অভিযোগ রয়েছে ওই ছাত্রদের বিরুদ্ধে। এদিকে রয়েছে র‌্যাগিং এর অভিযোগও। কলেজের ইন্টারনাল কমপ্লেন কমিটিতে এই সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে। অর্থাৎ কলেজ কিংবা হাসপাতালে মধ্যেই যৌন হেনস্থার মতো চরম অভিযোগও ছিল ওই পড়ুয়াদের বিরুদ্ধে।

সমস্ত ঘটনার তদন্ত করে তবেই এই ৪০ জন পড়ুয়াকে আগামী ছ মাসের জন্য কলেজ হাসপাতাল এবং হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং, এই ছটি মাস কলেজের কোনরকম পঠন-পাঠনে যোগ দিতে পারবে না ওই ছাত্ররা। ফলের স্বাভাবিকভাবেই পরীক্ষা দিতেও সমস্যার মধ্যে পড়তে হবে পড়ুয়াদের।

Related Articles