
The Truth of Bengal: বীরভূমের সিউড়িতে বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সিউড়ির চন্দ্রভাগা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাত্রীবোঝাই বাসটি যাচ্ছিল। এবং সিউড়ির দিক থেকে যাচ্ছিল একটি ডাম্পার। অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসটি ধাক্কা মারে ডাম্পারে।
এই দুর্ঘটনায় বাসের প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে সিউড়ি থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে এবং ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। যদিও কারো মৃত্যুর ঘটনা ঘটেনি এই দুর্ঘটনায়। ওই বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিল বলে জানা যায়। ঘটনার পর সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।