মানিকচকে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ২৫, প্রভাব পড়েনি সিপিএমের ডাকা বনধেও
25 arrested in connection with the attack on the police in Manikach

The Truth of Bengal: মানিকচকে পুলিশের গাড়িতে হামলা বা গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৫জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার অভিযুক্তদের আদালতে পেশ করা হয়। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধরপাকড়ের মাঝে শুক্রবার মানিকতলায় বনধের ডাক দেয় সিপিএম। সেভাবে প্রভাব না পড়লেও দোকানপাট কিছু বন্ধ ছিল। পুলিশ সুপার জনস্বার্থে জানিয়েছেন,আত্মরক্ষার জন্যই পুলিশ গুলি চালায়।
মালদার মানিকচকে বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। মানিকচকের আইসি সহ তিন পুলিশকর্মী আহত হন। মানিকচকের আইসিকে আটকে রাখার মতো অপ্রীতিকর ঘটনাও সামনে আসে। আইন হাতে তুলে নেওয়ার মতো ঘটনায় পুলিশ ধরপাকড় শুরু করে। পুলিশের ওপর হামলাও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ ২৫জনকে গ্রেফতার করেছে। তাঁদের শুক্রবার আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলাও রুজু করেছে। শুক্রবার দেখা যায়,এলাকা থমথমে। জনতার রোষে একাধিক ঘর ভাঙচুর হয়, ভাঙচুর করা হয়েছে তালা, ইট পাটকেল, বাঁশ সমস্ত কিছু এখনো পড়ে রয়েছে সেই বাড়ির সামনে। ঘটনার পর আতঙ্কর ছাপ নিয়ে এখনো গোটা পরিবার দুশ্চিন্তায়। নবান্নের তরফে এই অ্প্রীতিকর পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে।জানা গেছে, অশান্তি এড়াতে পুলিশ নজরদারি বাড়িয়েছে।রক্তপাত,হিংসা, গাজোয়ারি রাস্তা অবরোধ ঠেকাতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে মালদা জেলা পুলিশ। পুলিশ সুপার স্বীকার করেছেন,আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।
এদিকে সিপিএমের ডাকা বনধে সেভাবে প্রভাব পড়েনি।সকালে দোকানপাট বন্ধ থাকলেও বেলায় সব দোকান খুলে যায়। পুলিশ পরিস্থিতি শান্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে।তারপরেও জনতা পুলিশকে নিশানা করে ফেলায় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায় বলে স্বীকার করে নিলেন পুলিশ সুপার। মানিকচকের এনায়েতপুর এলাকা প্রায় লোকশূন্য । পুলিশ কর্তারা দাবি করেন,মানিকচকে শান্তি রয়েছে,কোনও গন্ডগোলের খবর নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহলদারি যেমন জারি আছে তেমনই শান্তি রক্ষায় পুলিশ যথেষ্ট সজাগ রয়েছে।অভিযুক্তদের জেরা করে হামলার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।নবান্ন সমস্ত কিছু খতিয়ে দেখে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে জানা যাচ্ছে।