রাজ্যের খবর

২২৬ বছরের দুর্গাপুজোর ঐতিহ্য, রায়বাড়ির  দুর্গাপুজোয় ইতিহাসের ছোঁয়া

সেই বাড়ির দুর্গাপুজো আজও টিকে আছে একই আড়ম্বর, একই রীতি মেনে।

Truth Of Bengal: পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ঘাটাল মহকুমার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের জাড়া গ্রাম—যেখানে ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি মিলেমিশে আছে এক অদ্ভুত আবহে। এই গ্রামেই রয়েছে জমিদার রায়দের বাড়ি। সেই বাড়ির দুর্গাপুজো আজও টিকে আছে একই আড়ম্বর, একই রীতি মেনে। আর এবার সেই পুজো পা রাখছে ২২৬ বছরে।

তখন থেকে এখনও রীতি-নীতি মেনে হয় পূজা। প্রতিমা গড়া থেকে অঞ্জলি, সবেতেই থাকে জমিদারি ঐতিহ্যের ছোঁয়া। শুধু রায় পরিবার নয়, আশেপাশের গ্রামের মানুষরাও যুক্ত এই পুজোর সঙ্গে ।(Paschim Medinipur)

এই জমিদার বাড়ির সাক্ষী হয়েছে বাংলা সিনেমার ইতিহাসও। ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ ছবির শুটিং করতে মহানায়ক উত্তম কুমার এসেছিলেন এখানে। আজও সেই শুটিংয়ের স্মৃতি লুকিয়ে আছে বাড়ির প্রতিটি ইটের গাঁথুনিতে।(Paschim Medinipur)

ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৭২৪ সালে রামগোপাল রায় প্রতিষ্ঠা করেছিলেন এই জমিদার বাড়ি। পরবর্তীতে তাঁর ছেলে রাজীবলোচন রায় বর্ধমানের রাজার কাছ থেকে পান ‘রাজা’ উপাধি। সেই রাজীবলোচনের হাত ধরেই এই বাড়িতে শুরু হয় দুর্গাপুজো। সময়ের স্রোত বদলালেও, আজও বদলায়নি জাড়া রায়বাড়ির দুর্গাপুজোর মাহাত্ম্য।

 

Related Articles