রাজ্যের খবর

বর্ধমান রেলস্টেশনে ১৮ লক্ষ টাকা উদ্ধার, আটক এক ব্যক্তি

আরপিএফ পোস্টে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হলে তাঁর ব্যাগ থেকে ৫০০ টাকার ৩৬টি বান্ডিল, মোট ১৮ লক্ষ টাকা উদ্ধার হয়।

Truth Of Bengal: পিন্টু প্যাটেল, পূর্ব বর্ধমান: বর্ধমান রেলস্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা সহ এক ব্যক্তিকে আটক করল আরপিএফের নজরদারি দল। ধৃতের ব্যাগ থেকে উদ্ধার হয় ১৮ লক্ষ টাকা। বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় ওই ব্যক্তিকে আটক করে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।ধৃতের নাম শঙ্কর কোটাল (৪৪)। তাঁর বাড়ি হুগলি জেলার খানাকুল থানার পশ্চিম ঠাকুরানিপুর এলাকায়।ডাউন অকালতক্ত এক্সপ্রেস যখন বর্ধমান স্টেশন অতিক্রম করছিল, তখন ট্রেনের জেনারেল বগি থেকে কাঁধে একটি ব্যাকপ্যাক নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়েন শঙ্কর।স্টেশনে টহলরত আরপিএফ কর্মীদের আচরণ দেখে সন্দেহ হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে অসংগতি বক্তব্য, অস্বাভাবিক আচরণ এবং ব্যাগে কী আছে তা গোপন করার চেষ্টা আরও সন্দেহ তৈরি করে।

আরপিএফ পোস্টে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হলে তাঁর ব্যাগ থেকে ৫০০ টাকার ৩৬টি বান্ডিল, মোট ১৮ লক্ষ টাকা উদ্ধার হয়। টাকা কোথা থেকে এল, সে বিষয়ে কোনও বৈধ নথি দেখাতে পারেননি তিনি।জিজ্ঞাসাবাদের সময় শঙ্কর স্বীকার করেন, তিনি কলকাতার সিঁথি মোড়ের রাজেশ কোটাল নামের এক অবৈধ সোনা ব্যবসায়ীর সঙ্গে যুক্ত।২৫ নভেম্বর বিহারের পাটনায় ‘প্রবীণ কুমার’ নামে এক ব্যক্তির কাছে সোনা সরবরাহ করেছিলেন।

সেই সোনার বিনিময়েই এই টাকা নিয়ে কলকাতা ফিরছিলেন।কিন্তু লেনদেন সংক্রান্ত কোনও বৈধ কাগজপত্র তাঁর কাছে ছিল না।ধৃতের মোবাইল ফোন, ব্যাগ এবং উদ্ধার হওয়া সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।পরবর্তী আইনি প্রক্রিয়া হিসেবে শঙ্কর কোটাল এবং বাজেয়াপ্ত সামগ্রী আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।আয়কর দফতর ইতিমধ্যেই টাকার উৎস, লেনদেনের ধরন এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত—তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।বর্ধমান স্টেশনে বিপুল অর্থসহ এক ব্যক্তির গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Related Articles