তৃণমূলের কর্মী সম্মেলনে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১ তৃণমূল কর্মীর
1 Trinamool worker died of heart attack after coming to the Trinamool workers conference

The Truth Of Bengal: সোমবার বনগাঁ নিউ মার্কেটে তৃণমূলের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক, আশকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী , বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকরা। সেই কর্মী সম্মেলনে গিয়ে গুরুতর অসুস্থ মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মৃত তৃণমূল কর্মীর নাম সমীর রায়(৫৫)। বাগদার রণঘাট গ্রাম পঞ্চায়েতের চড়কতলা এলাকার বাসিন্দা সে। সমীরের স্ত্রী বুলবুল রায় ২০১৩সালে বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল আসে বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।
সমীরের ভাই অনুপম রায় সেও তৃণমূল কর্মী। অনুপম জানায়, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তার দাদা সমীর রায়। তার একটি ছেলে ও মেয়ে আছে। সকালে তারা কর্মী সম্মেলনে এসেছিলেন। হটাৎ তার দাদার অসুস্থতা বোধ করলে বেশ কয়েকজন কর্মীদের নিয়ে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর দীর্ঘক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় তার। হাসপাতাল সূত্রে খবর হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সমীরের।
সমীরের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া সমীরের পরিবার ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। হাসপাতালে সমীরকে দেখতে যান বিশ্বজিৎ দাস। তিনি বলেন, সমীরের চলে যাওয়াতে অনেক ক্ষতি হল। আমরা তার পরিবারের পাশে দাঁড়াবো। এই মৃত্যু কে সমালোচনা করেছেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মন্ডল। তিনি বলেন, এই মৃত্যু নিয়ে তদন্ত হওয়া উচিত। আমি যতদূর শুনেছি লোকসভার প্রার্থী কে নিয়ে বিরোধিতা করেছিলো। সেখানে বচসাও হয়েছে।