রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রধান ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনকে
Official reception at the Rashtrapati Bhavan was presided over by the Prime Minister of Vietnam, Pham Minh Chin

The Truth Of Bengal: ভারত সফরে এসেছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। বৃহস্পতিবার নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হলো ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে। রাষ্ট্রপতি ভবনে তাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই রাষ্ট্রনায়ক একে অপরকে শুভেচ্ছা বার্তা জানানোর পাশাপাশি আলিঙ্গন ভাগ করে নেন। এরপর প্রতিরক্ষা বাহিনীর গার্ড অফ অনার দেওয়া হয় ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রী এস জয় শংকর কেন্দ্রীয় সংসদীয় বিষয়ের মন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এবং কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী এস জয় শংকর ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চীন এর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ভিয়েতনামের প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উষ্ণ অভ্যর্থনার জন্য ভারতকে ধন্যবাদ জানান। একইসঙ্গে ভিয়েতনামের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে টানা তিন মেয়াদের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
একই সঙ্গে জয় শংকর মহাসচিব নিরেন ফু- চ্যাং এর মৃত্যুর জন্য শোক প্রকাশ করেন। ভারত ভিয়েতনাম সম্পর্কের কথা তুলে ধরে, ডশংকর দীপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা এবং কোন অঞ্চলে কৌশলগত প্রবণতা নিয়ে আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ভিয়েতনামের সঙ্গে ভারতের বহু পুরনো ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে আরও একাধিক পদক্ষেপের পথে ভারত।