সুখবর! মুখ্যমন্ত্রীর নির্দেশে মহিলাদের সুবিধার্থে চালু হচ্ছে ‘লেডিস স্পেশাল বাস’
n the instructions of the Chief Minister, 'Ladies Special Bus' is being launched for the convenience of women.

The Truth of Bengal: মহিলা নিত্যযাত্রীদের চলাচলের সুবিধার জন্য এবার চালু করা হচ্ছে লেডিস স্পেশাল বাস। মঙ্গলবার হাওড়া থেকে এই পরিষেবার সূচনা করবেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। হাওড়া থেকে বাসটি যাবে বালিগঞ্জ পর্যন্ত। লেডিস স্পেশালে থাকবেন মহিলা কনডাক্টর। সুসজ্জিত মহিলা স্পেশাল বাসে চাকরিজীবী মহিলারাদের যাতায়াতে সুবিধা হবে বলে আশা পরিবহণ দফতরের। প্রতিদিন হাজার হাজার মহিলা জেলা থেকে কলকাতায় আসেন।কর্মরত সেইসব মহিলাদের বাসে চড়তে গেলে সমস্যা হয় মাঝে মাঝে। পুরুষদের সঙ্গে ধাক্কাধাক্কি করেই চাকরিজীবী মহিলাদের বাসে উঠতে হয়।রোদ-জল বৃষ্টিতে বেশ কষ্টের মুখে পড়তে হয় কর্মরত মহিলাদের। সেই সব মহিলাদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাওড়া থেকে চালু হচ্ছে লেডিস স্পেশাল বাস।
মঙ্গলবার হাওড়া থেকে সেই পরিষেবার উদ্বোধন করবেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বিশেষ মাতৃভূমি লোকাল চালু করেছিলেন। সেই মাতৃভূমি লোকাল এখনও লক্ষ লক্ষ মহিলাযাত্রীদের যাতায়াতের সুবিধা বজায় রেখেছে। এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহিলা যাত্রীদের জন্য এই বিশেষ পরিষেবা চালু করা হচ্ছে। পরিবহণ দফতরের তরফ থেকে জানা গেছে,আপাতত দুটো বাস চলাচল করবে।হাওড়া থেকে সেই বাস যাবে বালিগঞ্জে।সকাল সাড়ে ৯টা ও ১০টায় এই স্পেশাল পরিষেবা চালু হওয়ার কথা।লেডিস স্পেশাল বাসে থাকবেন মহিলা কন্ডাক্টর।
এখন হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত এই বাস পরিষেবা চালু থাকবে। আপাতত নন এসি বাস চলাচল করলেও পরে মহিলা যাত্রীর সংখ্যা বাড়লে এসি বাস চালু হতে পারে বলে আভাস দিয়েছে পরিবহণ দফতরের তরফ থেকে।নারীদের সম্মান ও মর্যাদা দিয়ে বরাবরই রাজ্য সরকার নানা উদ্যোগ দিয়েছে।আর্থিক ক্ষমতায়ন থেকে পরিবারের রাশ হাতে রাখার বিষয়ে বাড়তি গুরুত্ব দিয়েছে প্রশাসন।এখন চাকরিজীবী মহিলাদের সুষ্ঠুভাবে যাতায়াতের সুবিধার জন্য গণ –পরিবহণেও নানা সংযোজন ঘটানো হচ্ছে।মহিলারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। যেহেতু এই বাসে মহিলা কনডাক্টর থাকবেন এবং সেই বাসে মহিলারাই উঠতে পারবেন,সেজন্য মহিলা নিত্যযাত্রীরা মনে করছেন সবদিক থেকে এই স্পেশাল বাস তাঁদের যাতায়াতের সুবিধা করে দেবে।