রহস্য মৃত্যু যুবকের, রেললাইনের ধার থেকে উদ্ধার, এমন কী ঘটেছিল?
Mysterious death of a young man, rescued from the edge of the railway line, what happened?

The Truth Of Bengal : জলপাইগুড়ি : রেল লাইনের ধার থেকে উদ্ধার যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুর এলাকার এক নম্বর ওয়ার্ডের লালস্কুল সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম রাহুল রায়।তার বাড়ি পুর এলাকার কলেজ পাড়া এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সুত্রের খবর, দীর্ঘদিন ধরেই রাহুল রায় ওই যুবক মানসিক অবসাদে ভুগছিল। এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করছিল। কয়েকদিন আগে রাতের অন্ধকারে কুঁয়োতে ঝাঁপ দেয় রাহুল। সোমবার বাড়ির সকলের অজান্তে বাড়ি থেকে ঢিল ছেঁড়া দূরত্বে রেল লাইনে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেয় বলে স্থানীয়দের দাবি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুলের।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপি এবং আরপিএফ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য।পুলিশ সূত্রে খবর দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।