ভ্রমণ

গরম থেকে বাঁচতে পাহাড়ে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে ঘুরে আসুন ডুয়ার্সে ভুটান সীমান্তে পাশাখা

Visit Pashakha on the Bhutan border in Duars

The Truth of Bengal: বাংলায় গরম তো কমছেই না উপরন্তু বেড়েই চলেছে ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা। এই গরম থেকে বাঁচতে অনেকেই পাহাড়ে যাওয়ার প্ল্যান করছেন। আবার সোমবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল কলেজে পড়ে যাচ্ছে গরমের ছুটি তাই কচিকাচাদের নিয়ে ঘুরে আসতেই পারেন কোন অফবিট পাহাড়ি ডেস্টিনেশনে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ৩ জেলাই সমাপ্ত হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। কাজেই আপনারা চাইলে ডুয়ার্সের পাশাখায় যেতেই পারনে। একেবারে ভুটান সীমান্তের কাছেই রয়েছে এই অফবিট ডেস্টিনেশন। আলিপুরদুয়ারে ভুটান সীমান্তবর্তী এলাকায় জয়গাঁও এর কাছে রয়েছে পাশাখা। নীল বিস্তীর্ণ আকাশের নীচে দেখতে পাবেন জঙ্গল, পাহাড় আর চা বাগান।

ওপারেই ভুটান আর এপারেই ভারত। এই জায়গার প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবশ্যই আপনাকে আকর্ষণ করবে। যারা লং ড্রাইভে যেতে পছন্দ করেন তাদের কাছে এই সফর হবে খুবই সুন্দর। এখানে রয়েছে এক ছোট্ট পাহাড়ি নদী, এই নদীর ধারে আপনি চাইলে বসে দীর্ঘক্ষণ সময় কাটাতে পারবেন। ছোট ছোট পাথরের উপর দিয়ে এই নদী যখন কুলুকুলু ধ্বনি রবে বয়ে যাবে সেই দৃশ্য দেখে আপনার বাড়ি ফিরে আসতে মন চাইবেনা। চারপাশে সবুজে ঢাকা চাবাগান ও দূরের দিকে তাকালে দেখতে পাবেন জঙ্গলে ঢাকা পাহাড়।

প্রকৃতির এই মায়া একবার দেখলে আপনি মনের মণিকোঠায় লুকিয়ে রাখবেন। তবে এখানে আপনি থাকার জায়গা কিছু পাবেন না। পাশাখা থেকে একটু দূরেই রয়েছে মাদারিহাটে। সেখানেই পেয়ে যাবেন রিসর্ট। এছাড়াও আপনি আরও একটি জায়গা যেতে পারেন পাশাখা থেকে যার নাম মহুয়া। মহুয়া জায়গাটিও দেখে আপনি মুগ্ধ হবেন। একেবারে ভুটান পাহাড়ের নিচেই রয়েছে এই ডেস্টিনেশন। ট্রেনে করে পৌঁছে যেতে হবে আলিপুরদুয়ার অথবা আপনি চাইলে কোচবিহারও পৌঁছে যেতে পারেন সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান এই অফবিট ডেস্টিনেশনে। তাহলে দেরি না করে পৌঁছে যেতেই পারেন পাশাখা ভ্রমণে।

Related Articles