ভ্রমণ

Pokhriyavong: পাখিদের স্বর্গরাজ্য পোখরিয়াবং

দার্জিলিং জেলায় লেপচাজগতের কাছে পর্যটক মহলে সেভাবে জনপ্রিয়তা পায়নি এমন পর্যটন কেন্দ্র হল পোখরিয়াবং।

Bangla Jago Desk: উত্তরবঙ্গে এখন অফবিট পর্যটন কেন্দ্রের ছড়াছড়ি। দার্জিলিং জেলায় লেপচাজগতের কাছে পর্যটক মহলে সেভাবে জনপ্রিয়তা পায়নি এমন পর্যটন কেন্দ্র হল পোখরিয়াবং। (Pokhriyavong) সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ১৬৮৪ মিটার উঁচু। পাখিদের স্বর্গরাজ্য হল পোখরিয়াবং। নানান প্রজাতির হিমালয়ান পাখি যেমন- ফেজান্ট, ফ্লাইক্যাচার, বারবেট, সানবার্ড, ট্রিপাইয়ের দেখা মেলে এখানে।

[আরও পড়ুনঃ Jalpaiguri: জলপাইগুড়িতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বাড়লার বাড়িতে আগুন]

দার্জিলিং টাউন থেকে মাত্র ২৯ কিলোমিটার দূরে অবস্থিত পোখরিয়াবং। সুখিয়াপোখরি আর নাগরি-ধাজিয়ার মধ্যে সংযোগকারী রাস্তার ওপর পড়ে পোখরিয়াবং। সবুজে ঢাকা পাহাড়ি উপত্যকা, চা বাগান, জলপ্রপাত, সব কিছু রয়েছে ছোট্ট পাহাড়ি জনপদ পোখরিয়াবংয়ে। টুরজোম চা বাগানের মধ্যে অবস্থিত পোখরিয়াবং। গ্রামের বাসিন্দারা গোর্খা। নেপালি মাতৃভাষা। গ্রামের পাকদণ্ডী বেয়ে এগোতে থাকলে নজরে পড়বে পাহাড়ের ধাপে ধাপে জৈব চাষ হচ্ছে। নাকে আসবে চা পাতার সুঘ্রাণ। গাছের ডালে পাখিদের কলরব শুনতে শুনতে কোথা থেকে যে সময় কেটে যায় ভেবেই পাবেন না। প্রকৃতির সান্নিধ্যে দুদণ্ড শান্তিতে কাটানোর আদর্শ অফবিট পর্যটন স্থান হল পোখরিয়াবং। থাকার জন্য রয়েছে আধুনিক সুযোগ সুবিধাযুক্ত হোম স্টে। পোখরিয়াবং থেকে ঘুরে আসা যায় মিরিক, ঘুম, দার্জিলিং, বাতাসিয়া লুপ।(Pokhriyavong)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

কীভাবে যাবেন?

বাগডোগরা বিমানবন্দর থেকে প্রায় ৬৩ কিমি দূরে অবস্থিত পোখরিয়াবং। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৭২ কিলোমিটার দূরে। সড়ক পথে দার্জিলিং, ঘুম, কার্শিয়াং, মিরিক হয়ে পৌঁছে যাওয়া যায় পোখরিয়াবং।

Related Articles