ভ্রমণ

অযোধ্যা পাহাড়ের সবচেয়ে উঁচু টিলাটির নাম ময়ূর পাহাড়

Mayur Pahar is the high hill of Ayodhya

The Truth of Bengal: মনটা বড় খারাপ? অনেকদিন বাইরে কোথাও যাননি ঘুরতে? পৌঁছে যান পুরুলিয়ায়। এই ভরা বর্ষায় পুরুলিয়া হয়ে ওঠে আরও সুন্দর। অযোধ্যা পাহাড়ের সবচেয়ে উঁচু টিলাটির নাম ময়ূর পাহাড়। গাছ গাছালিতে ভরে রয়েছে এই পাহাড়। এই পাহাড়ের মায়াবী পরিবেশ আপনাকে আকর্ষণ করবে। পুরুলিয়া মানেই লাল পলাশ। গাছগাছালি, সরু লাল মাটির পথ, উঁচু পাহাড়, ঝর্ণা, বর্ষায় ময়ূরের পেখম মেলে নাচ করার দৃশ্য, আদিবাসীদের সংস্কৃতির সঙ্গে পরিচয়। এই সব কিছুর ছোঁয়া একমাত্র পেয়ে যাবেন পুরুলিয়াতে। কাল আপনাদের নিয়ে গিয়েছিলাম পুরুলিয়ার মার্বেল লেকে। আজ আপনাদের নিয়ে যাব পুরুলিয়ার আরও এক গন্তব্যে।

সামনে পেয়ে যাচ্ছেন ছুটি। যে ছুটি পাচ্ছেন সেই ছুটিতে যদি পুরুলিয়া ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাহলে অবশ্যই যেতে হবে ময়ূর পাহাড়ে। অযোধ্যা পাহাড়ের সবচেয়ে উঁচু টিলা এটি। এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। খুব বেশি উঁচু নয় এই পাহাড়। পাথুরে রাস্তা ধরে উপরে উঠতে গিয়ে উপভোগ করতে পারবেন প্রকৃতির প্রাণবন্ত রূপ। ঘাস থেকে শুরু করে নানা ধরনের গাছে ভর্তি এই ময়ূর পাহাড়। এই ময়ূর পাহাড়ের চূড়া থেকে পেয়ে যাবেন পুরুলিয়ার অপূর্ব সুন্দর ভিউ। চারিদিকে পাথুরে চাতাল।

এই চাতালে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে পড়ন্ত বিকেলে সূর্যাস্ত দেখা। যখন সূর্য অস্ত যায় সেই সময় এই ময়ূর পাহাড়ের আশপাশের মায়াবী পরিবেশে থেকে আপনি মুগ্ধ হবেন। এই সময় আকাশের দিকে তাকালে মনে হয় কেউ রক্ত দিয়ে রাঙিয়ে দিয়ে গেছে। এক অন্য অনুভূতির সাক্ষী হবেন আপনি। ময়ূর পাহাড়ের ওপর রয়েছে একটি প্রাচীন গুহা। সেই গুহার নাম যোগিনী গুহা। এখানে সামনে ত্রিশূল দেওয়া একটি শ্বেতপাথরের শিবলিঙ্গ রয়েছে। স্থানীয়রা এই পাহাড়ের সরু পথ ধরে এখানে এসে পুজো দেন। ভাবছেন কিভাবে যাবেন? হাওড়া থেকে ট্রেনে করে পৌঁছে যান পুরুলিয়া স্টেশন। সেখান থেকে কোন গাড়ি করে বেরিয়ে পড়তে হবে এই ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে।

Related Articles