
The Truth of Bengal: শহুরে বদ্ধ জীবনের মাঝে আপনি কী একটু খোলা হাওয়া চাইছেন? চান কী কলকাতার কাছে কোথাও একটু ঘুরে আসতে? তাহলে উইকএণ্ডে রিফ্রেশমেন্টের জন্য আসতেই পারেন ব্যান্ডেলের রাজহাট গ্রামে। সেখানেই রয়েছে লাহিড়ী বাবা আশ্রম। আশ্রম কম্পাউন্ডে রয়েছে সুন্দর বাগান। যেখানে দেখা মিলবে ময়ূর। শিশুদের মনখুশি করার হরেক অনুসঙ্গ দেখলে আপনদের মন ভরে যাবে। কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে ব্যান্ডেল।যেখানে রয়েছে মনোরঞ্জনের নানা মনপসন্দ উপাদান।
গ্রাম্য আবহ আর সবুজের সমারোহ প্রকৃতিপ্রেমীদের মনকে ভরিয়ে তুলছে। এই ব্যান্ডেল থেকে কিছুটা দূরেই রয়েছে রাজহাট গ্রাম। সেখানেই রয়েছে শ্বেতশুভ্র মন্দির। রয়েছে সুন্দর বাগান। ভিতরে রয়েছে হরেক রকমের ফুলের গাছ। কংক্রিটের রাস্তা ধরে এগিয়ে গেলে দর্শন করতে পারবেন একছাতার তলায় হরেক দেব-দেবীর মন্দির। প্রাঙ্গন জুড়ে রয়েছে মহাদেব, নারায়ণ,শ্রীকৃষ্ণ,মা দুর্গা থেকে বুদ্ধের বিগ্রহ। রয়েছে বহুত্ববাদী সংস্কৃতির মূর্ত প্রতীক বুদ্ধ,মাদার মেরি, যীশুখ্রিষ্টের মতো ইশ্বরের অবতাররাও। যেন আপনাকে বোঝানোর চেষ্টা করবে ক্রীষ্ট আর খ্রিস্টে কোনও তফাত নেই।
ধর্মনিরপেক্ষতার ধ্বজা তুলে ধরে এই লাহিড়ী বাবার আশ্রম সব ধর্মমতকে যেন শান্তির ছায়ায় আশ্রয় দিয়েছে। মহিলাদের এই মন্দিরে ঢোকার জন্য অবশ্য বিশেষ নিয়ম আছে। চাদর বা শাল দিয়ে মহিলাদের মাথা ঢাকা রাখতে হয়। পুরুষদের অবশ্য মাথা ঢাকার প্রয়োজন নেই। এখানে মূলতঃ সেবার বাণী প্রচার করা হয়। মন্দিরের কাছেই পুকুর আর আমের বাগান সবুজের স্নেহছায়াকে আলাদা আঙ্গিক দিয়েছে।ধর্মীয় পর্যটনের এই প্রাণকেন্দ্রে এখন ভ্রমণপিপাসুদের ভিড় বাড়ে। ভিনরাজ্যের মানুষও এখানে আসেন। ময়ূর থেকে নানা প্রাণীদের আনাগোনা নিঝুম-নিরালার পরিবেশকে আলাদা মাত্রা দেয়।