ভ্রমণরাজ্যের খবর

পুজোয় দার্জিলিং আর ডুয়ার্সে বেড়ানোর জন্য স্পেশ্যাল প্যাকেজ আইআরসিটিসির

Tourism of West Bengal

The Truth of Bengal, Mou Basu: কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। ঘরের পাশের আরশিনগরই হোক কিংবা দেশ-বিদেশের অজানা প্রান্তে, ভ্রমণপ্রিয় বাঙালি যে কোনো জায়গায় বেড়াতে খুব ভালোবাসে। আর তা যদি হয় পুজোর সময় তা’হলে তো কথাই নেই। যাকে বলে একেবারে সোনায় সোহাগা। অফসিজন হোক কিংবা বেড়ানোর মরসুম, যে কোনো সময় বাঙালির বেড়ানোর প্রিয় গন্তব্য যাকে বলে একেবারে অল টাইম ফেভারিট হল দার্জিলিং আর ডুয়ার্স। পুজোয় পাহাড়ের রানি দার্জিলিং বা জঙ্গল সুন্দরী ডুয়ার্সে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন? ভাবছেন কোথায় থাকবেন? কীভাবে যাবেন? কী কী দেখবেন? অফবিট ডেসটিনেশনে যেতে চান? চিন্তা নেই আপনার মুশকিল আসান করতে হাজির আইআরসিটিসি। পুজোয় দার্জিলিং আর ডুয়ার্সে বেড়ানোর জন্য  পর্যটকদের কথা ভেবে আকর্ষণীয় বিশেষ প্যাকেজ এনেছে আইআরসিটিসি।

পুজোয় দার্জিলিং আর ডুয়ার্সের জন্য ২টো আলাদা প্যাকেজ এনেছে আইআরসিটিসি। ২টি প্যাকেজই ৬ দিন ৫ রাতের। মহাসপ্তমীর দিন ২১ অক্টোবর রওনা। শিয়ালদহ স্টেশন থেকে রওনা। এসি থ্রি টায়ার কোচে নিয়ে যাওয়া হবে পর্যটকদের। প্রতিটি প্যাকেজেই আসন সংখ্যা ৩০। দার্জিলিংয়ের প্যাকেজে জনপিছু খরচ পড়বে ২১ হাজার টাকা করে। ডুয়ার্সের প্যাকেজে খরচ পড়বে মাথাপিছু ১৮,৮৫০ টাকা করে। তবে ৫-১১ বছরের শিশুদের জন্য খরচ আরো কম পড়বে। খরচের বিশদ তথ্য আইআরসিটিসির ওয়েবসাইটে দেওয়া আছে। ২টি প্যাকেজ ট্যুরেই অফবিট ডেসটিনেশনে ঘোরানো হবে। প্যাকেজের মধ্যে ধরা রয়েছে ট্রেনের টিকিট, থাকা, খাওয়া, সাইট সিয়িংয়ের জন্য গাড়ির খরচ, স্টেশন থেকে হোটেলে যাতায়াতের খরচও। ডিলাক্স হোটেলে রাখা হবে পর্যটকদের। ডুয়ার্সের ট্রিপে পর্যটকদের জন্য পুজোর সময় থাকবে বিশেষ বাঙালি ভোজের বন্দোবস্তও।

দার্জিলিংয়ের ট্যুরে বুকিং করতে হলে আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে এই লিঙ্কে–(https://www.irctctourism.com/tourpackageBooking?packageCode=EHR118)। দার্জিলিং হোক কিংবা ডুয়ার্সে যাওয়ার জন্য শিয়ালদহ থেকে রওনা দেবে ট্রেন। এই ট্রেনে বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন অথবা রামপুরহাট থেকে ওঠা যাবে। তার জন্য আগেই কোথা থেকে উঠবেন আর কোন স্টেশনে নামবেন তা বাছাই করে নিতে হবে। দার্জিলিংয়ের ট্যুরে পর্যটকদের ঘুরে দেখানো হবে দার্জিলিং, তিনচুলে, লামাহাট্টা আর তাকদহ। ডুয়ার্সের প্যাকেজ ট্যুরে পর্যটকদের ঘুরে দেখানো হবে লাটাগুড়ি জঙ্গল, সামসিং, সুন্তালেখোলা, রকি আইল্যান্ড, লালিগুরাস ভিউ পয়েন্ট, ঝালং, বিন্দু, মূর্তি। ডুয়ার্সের প্যাকেজ ট্যুরের জন্য বুকিং করতে হবে অনলাইনে এই লিঙ্কের (https://www.irctctourism.com/pacakage_description?packageCode=EHR119) মাধ্যমে।

Related Articles