শহরের একঘেয়েমি জীবন থেকে ছুটি পেতে সপ্তাহান্তে চলে আসুন ঝাড়গ্রামের কোদোপাল ভ্রমন কেন্দ্রে
Get a break from the monotony of city life with a weekend getaway to Kodopal Travel Center in Jhargram

The Truth Of Bengal: শহরের একঘেয়ে জীবন ভালো লাগছে না! একঘেয়েমি কাটাতে যেতে চান সবুজঘেরা কোনও নির্জন প্রান্তে? তাহলে যেতেই পারেন ঝাড়গ্রামের কাছের সাঁকরাইলে। সবুজে ঘেরা মনোরম দৃশ্য আপনাকে মাতোয়ারা করে তুলবে। তাই পুজোর ছুটির ফাঁকে আপনি ঘুরে আসতে পারেন কোদোপাল থেকে।
এই এগ্রো ট্যুরিজম পার্ককে ঘিরে বে্ড়ানোর মনোরম পরিবেশ তৈরি হয়েছে। ডুলুং এবং সুবর্ণরেখা নদীদ্বারা বেষ্টিত ৭৫একর জমির উপর গড়ে উঠেছে প্রকৃতি ভ্রমণ কেন্দ্র| এখানে বিভিন্ন ঔষধি বৃক্ষ এবং আম, ড্রাগন ফলের মতো নানা ফল গাছের সমারোহ রয়েছে | পর্যটকরা নৌকা বিহারের আনন্দ উপভোগ করতে পারেন এখানে | এছাড়াও আকর্ষণের কেন্দ্রে রয়েছে দুটি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে লাগানো রয়েছে ৯৫ টি সৌর বাতি | রয়েছে পর্যটকদের জন্য ৮ টি সুসজ্জিত কটেজ | কান পাতলেই এখানকার জঙ্গলে শোনা যায় হায়না, শেয়াল এর মতো নিশাচার প্রাণী এবং হাতির পদশব্দ।
ভাবছেন কিভাবে যাবেন এখানে? হাওড়া থেকে লোকাল অনেক ট্রেন আছে ঝাড়গ্রাম যাওয়ার জন্য। তাই আপনি চাইলে নিজস্ব গাড়ি করে কিংবা ট্রেনে করে পৌঁছে যান ঝাড়গ্রাম স্টেশন। কলকাতা থেকে ঝাড়গ্রাম যেতে সময় লাগবে ২ ঘণ্টার মত। এই সপ্তাহান্তের ছুটিতেই পৌঁছে যেতে পারেন এই নয়া গন্তব্যে।