সাইবার জালিয়াতির হাত থেকে গ্রাহকদের বাঁচাতে অ্যাক্সিস ব্যাঙ্ক আনল নতুন ফিচার
অ্যাক্সিস ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, গ্রাহকরা এই ফিচারের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্ট প্রতারক ও জালিয়াতদের থেকে বাঁচাতে পারবেন।
Truth Of Bengal: জালিয়াতির ফাঁদ পাতা নেট ভুবন জুড়ে। সাইবার জালিয়াতির হাত থেকে গ্রাহকদের বাঁচাতে নয়া পদক্ষেপ করছে বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সাইবার জালিয়াতি রুখতে Axis Bank গ্রাহকদের হাতেই নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু ফিচারের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছে ‘Safety Centre’-এর মাধ্যমে। অ্যাক্সিস ব্যাঙ্ক নিজস্ব মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ‘open’-এ নতুন একটি বিষয় নিয়ে এসেছে, যার নাম ‘Safety Centre’।
অ্যাক্সিস ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, গ্রাহকরা এই ফিচারের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্ট প্রতারক ও জালিয়াতদের থেকে বাঁচাতে পারবেন। কোনওরকম প্রতারণা বা জালিয়াতি ঘটছে বলে সন্দেহ হলে, গ্রাহক নিজেই মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তার জন্য ব্যাঙ্কের কাস্টমার কেয়ার বা কোনও শাখায় যেতে হবে না।
অ্যাক্সিস ব্যাঙ্ক কর্তৃপক্ষর দাবি, ভারতে এই প্রথম বার ব্যাঙ্কিং ক্ষেতে এই সুবিধা আনা হচ্ছে। ব্যাঙ্কিং সংক্রান্ত কোনও মেসেজ এলে, সেটি যেখান থেকে এসেছে তার আইডি-কে অ্যাক্সিস ব্যাঙ্কের অফিশিয়াল আইডি-র সঙ্গে চেক করে দেখার সুবিধা থাকছে।এছাড়াও ডিজিটাল ব্যাঙ্কিং সংক্রান্ত একাধিক কাজের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তার সুবিধা থাকবে। গ্রাহক নিজের সুবিধামতো নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
অপশন বেছে নেওয়া মাত্র অ্যাকাউন্টে সেটি কার্যকর হবে। প্রয়োজন মতো অ্যাপের মাধ্যমে ইন্টারনেট ব্যাঙ্কিং ফিচার বন্ধ রাখা যাবে। প্রয়োজন হলে তৎক্ষণাৎ মোবাইল ব্যাঙ্কিং ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফান্ড ট্রান্সফার বন্ধ করে দেওয়া যাবে। নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা ব্যবহার করে অনলাইনে কোনও শপিং করা যাবে না। কোনও থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে লেনদেনও বন্ধ করা যাবে। অ্যাক্সিস মোবাইল অ্যাপের মাধ্যমে UPI লেনদেনের ওপর নিয়ন্ত্রণ করা যাবে। অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানোর জন্য কোনও নতুন Payee Add করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া ফান্ড ট্রান্সফার এবং UPI লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট করে রাখা যাবে।


