খেলা

আইপিএলে ভালো পারফর্ম করা ক্রিকেটাররা সকলেই কি জায়গা পাবেন টি টোয়েন্টি স্কোয়াডে ?

Will all the cricketers who performed well in IPL get a place in the T20 squad?

The Truth of Bengal : আইপিএলের পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেই বিশ্বকাপের স্কোয়ার্ড নিয়ে সমর্থকদের মধ্যে চলছেন নানারকম আলোচনা। আইপিএলে ভালো পারফর্ম করা খেলোয়াড়দেরকে বিশ্বকাপে নেওয়া হবে বলে আগেই বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে।সে হিসেবে আইপিএলে তরুণ বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন যারা বেশি ভালো পারফর্ম করছে এবং নজরও কাড়ছেন। এদিকে বিসিসিআইয়ের তরফ থেকে যেহেতু আগেই বলা হয়েছিল ভালো পারফর্ম করা খেলোয়াড়দেরকে সুযোগ দেওয়া হবে সে কারণে যে খেলোয়াড় বেশ ভালো পারফর্ম করছেন তাকেই সুযোগ দেওয়া হোক এমন দাবি উঠছে সমর্থকদের তরফ থেকে।

তাহলে তাদের সকলকে কি নেওয়া হবে বিশ্বকাপ স্কোয়াডে? বিসিসিআই তরফ থেকে জানানো হয়েছে সকলকে সুযোগ দেওয়া হবে না টি-টোয়েন্টি বিশ্বকাপে । তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত খেলতে যাবে জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কায়। ভালো খেলোয়াড়দের তালিকা বিসিসিআই এর কাছে থাকবেই , সেই তালিকা অনুযায়ী যারা সুযোগ পেলেন না বিশ্বকাপে, তাদেরকে বিশ্বকাপের পরে ভারত যখন জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা সফরে যাবে তখন তাদের কে সুযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন তালিকায় রয়েছেন । তাদের মধ্যে রয়েছেন রিয়ান, মায়াঙ্ক, অভিষেক, হর্ষিত রানা। এই নতুন প্রতিভারা সবাই ভাল খেলছে।

Related Articles