বিশ্বকাপ জয়ের পর অহংকারীর অভিযোগের জবাবে ওয়ার্নারের পাল্টা জবাব
Warner's response to claims of arrogance after World Cup win

The Truth Of Bengal : ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে এক ক্রিকেট ভক্তের কাছ থেকে অহংকারীর অভিযোগের মুখে পড়তে হয়েছিল। সেই অভিযোগের জবাবে ওয়ার্নার পাল্টা জবাব দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে এক ক্রিকেট ভক্ত লিখেছিলেন, “অস্ট্রেলিয়া তো বিশ্বকাপ জিতে অহংকারী হয়ে গিয়েছে।”
এই মন্তব্যের জবাবে ওয়ার্নার লিখেছেন, “আপনি কি অস্ট্রেলিয়ার কোনও ক্রিকেটারের সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করেছেন, নাকি সামনে কিবোর্ড পেয়ে নিজের রাগটা আরও এক বার উগরে দিলেন?” ওয়ার্নারের এই পাল্টা জবাবের প্রশংসা করেছেন অনেকেই। অনেকে মনে করেন, ওয়ার্নারের মতো তারকা খেলোয়াড়দের এমন কটাক্ষের জবাব দেওয়া উচিত। এর আগেও বিশ্বকাপের সময় ওয়ার্নারকে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে।
এমনকি তার স্ত্রীকেও ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল। তবে সবসময়ই ওয়ার্নার ধৈর্য ধরে এবং শান্তভাবে কটাক্ষের জবাব দিয়েছেন।ওয়ার্নারের এই পাল্টা জবাব নিয়ে ক্রিকেট মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করেন, ওয়ার্নারের এই জবাব শুধুমাত্র কটাক্ষকারীর জন্য নয়, বরং সমস্ত ক্রিকেট ভক্তদের জন্য একটি বার্তা। ক্রিকেট ভক্তদের উচিত তাদের প্রিয় খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
FREE ACCESS