খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দুবাই উড়ে গেলেন বিরাট-রোহিতরা

Virat-Rohit fly to Dubai for Champions Trophy

Truth Of Bengal: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র চার দিন বাকি। এই টুর্নামেন্টে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি। সেই ম্যাচে ভারেতর প্রতিপক্ষ রয়েছে প্রতিবেশী বাংলাদেশ। সেই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্যই ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশে রওনা দিলেন ভারতীয় দলের সমস্ত ক্রিকেটার, সাপোর্ট স্টাফরা। সান্তাক্রুজ বিমানবন্দর থেকেই দুবাইয়ের উদ্দেশে পাড়ি দিল টিম-ইন্ডিয়া।

শনিবার বিমানবন্দরে প্রথমেই প্রবেশ করেন দলের কোচ গৌতম গম্ভীর। তারপর একে একে ভিতরে প্রবেশ করেন  বিরাট কোহলি, ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল, মহম্মদ শামি, অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়ারা। তবে সবার শেষে প্রবেশ করেন দলনেতা রোহিত শর্মা।

এদিকে বিমানবন্দরে ভারতীয় দলের ক্রিকেটাররা প্রবেশ করতেই তাঁদের ছবি তোলার জন্য ভিড় করেন বেশ কিছুজন। তাঁদের সঙ্গে বেশ খোশ মেজাজেই ছবি তুলতে থাকেন টিম-ইন্ডিয়ার ক্রিকেটারাও। এমনকি দেদার অটোগ্রাফও দিতে থাকেন রোহিত থেকে শুরু করে বিরাট কোহলিরা।

প্রসঙ্গত, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও, ভারত টুর্নামেন্টের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। হাইব্রিড মডেল মেনেই ভারত এই টুর্নামেন্টে খেলবে। আগামী ২০ ফেব্রুয়ারি ভারত তাদের অভিযান শুরু করবে। তবে ২৩ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচ। যে ম্যাচে ভারত খেলবে পাকিস্তানের বিপক্ষে। এই টুর্নামেন্টের আগে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছে। এমনকি ঘরের মাঠে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজে ইংল্যান্ডকেও ধরাশায়ী করেছে। এখন দেখার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কি রকম পারফরম্যান্স করে।

Related Articles