দল দায়িত্ব দিলে নাইটদের নেতৃত্ব দিতে তৈরি ভেঙ্কি
Venky ready to lead Knights if given the responsibility by the team

Truth Of Bengal: আগামী মাসের ২২ তারিখে ঢাকে কাঠি পড়ছে আইপিএল-র। এখনও অবধি গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স তাদের অধিনায়কের নাম ঘোষণা করেনি। কিন্তু তার মধ্যেই মঙ্গলবার দলের অন্যতম খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ার সংবাদমাধ্যমের কাছে জানান, ‘দল অধিনায়কের দায়িত্ব দিলে তিনি তা পালন করতে প্রস্তুত।’
এই প্রসঙ্গে নাইটদের অন্যতম সিনিয়র খেলোয়াড় ভেঙ্কি নাইটদের দলের অধিনায়কের দায়িত্ব পেলে তা সামলাতে প্রস্তুত কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অবশ্যই। আমি আগেও বেশ কয়েকবার বলেছি, দলের অধিনায়কের গুরু দায়িত্ব পেলে আমি তা পালন করতে প্রস্তুত। আসলে অধিনায়কত্ব হল একটা বিশেষ পদ। এবং অনেক দায়িত্বও পালন করতে হয়। টিম ম্যানেজমেন্ট যদি মনে করে আমি সেই দায়িত্ব পালন করার যোগ্য ব্যক্তি, তাহলে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমার তরফ থেকে চেষ্টার কোনও ত্রুটি থাকবে না।’
কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম এই সিনিয়র ক্রিকেটার আরও বলেন, ‘অধিনায়কের দায়িত্ব শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। মাঠের বাইরেও দলের সতীর্থদের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। যিনি সেটা করতে পারবেন, তিনিই আসল নেতা। মধ্যপ্রদেশ দলে আমি এই কাজটা করার চেষ্টা করি প্রতিনিয়ত। আমি কিন্তু আমার রাজ্য দলের অধিনায়ক নই। তবুও আমার সতীর্থরা আমাকে মান্যতা দেয়। ভাল খেলতে গেলে অবশ্যই পরিবেশ ভাল হওয়ার দরকার। না হলে তা সম্ভব নয়।’
এবারের আইপিএল-কেকেআর তাদের গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে দলে রাখেনি। পাশাপাশি নেই নীতিশ রানাও। ফলে নাইটদের অধিনায়কের পদ এখন শূন্যই রয়ে গিয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত ভেঙ্কির হাতে নাইট বাহিনীর অধিনায়কের আর্মব্যান্ড ওঠে কি না তা সময়ই বলবে।