খেলা

ডার্বিতে অপ্রতিরোধ্য মায়ামি

Unstoppable Miami in Derby

The Truth Of Bengal: এবার মেসি ও সুয়ারেজ জুটি একের পর এক গোল করলেন এবং দলকে জেতালেন। ডার্বির  এই ম্যাচে মায়ামির চির প্রতিদ্বন্দ্বী দল অরল্যান্ডোর  বিপক্ষে মেসি সুয়ারেজ জুটি প্রথম থেকেই  খেলার  ঝাঁজ বজায় রেখেছিলেন। ফলাফল  দাঁড়ায় ৫- ০ তে। দুজন জোড়া গোল  করার পর অপর গোলটা করেছেন রবারর্ট টেলর । মেসি আসার পর ইন্টার মায়ামির যেন ভোল বদলে গেছে ।  একের পর এক ম্যাচে গোল জিতিয়েছে মায়ামিকে । সেই মায়ামিতে এবার তার পুরনো সতীর্থ এসেছেন  সুয়ারেজ । দুই তারকার মহা জুটি দলকে জিতিয়ে চলেছে একের পর এক ম্যাচে  । তার আসার খবর ইন্টার মায়ামির তরফ থেকে এক্সে পোষ্ট করে জানানো হয়েছে।

সুয়ারেজ  গত দুটো ম্যাচে ফিটনেস সমস্যায় ভুগলেও এই ম্যাচে প্রথম থেকেই বেশ দাপট বজিয়ে  রেখেছিল । ম্যাচের বয়স যখন ৪ মিনিট তখন প্রথম গোলটি করেন এই উরুগুয়ের  তারকা।  এরপর দ্বিতীয় গোল করেন ম্যাচের ১১ মিনিটে। বিরতির আগে ও টেলরের গোলে ৩-০ গোলে  এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি  । বিরতির পর ৫৭ ও ৬২ মিনিটে গোল করেন মেসি। আর এই ম্যাচ জেতার পর মেসি বলেছেন আমরা ভালো খেলেছি এবং খেলাটাকে উপভোগ করেছি আর এই ম্যাচটা ছিল খুব গুরুত্বপূর্ণ। অপরদিকে মেসি তার সতীর্থ সুপারিশকে নিয়ে বলেছেন সুয়ারেজ যে গোল করতে পেরেছে তার জন্য তিনি খুশি। মেসি ম্যাচে থাকলেই সেই ম্যাচে দর্শকদের কাছে একেবারে অন্যরকম হয়েছে এই ম্যাচেও ঠিক একই বিষয় দেখা গেল দর্শকেরা মেসি মেসি করে চিৎকার করছিলেন। এই ডার্বি ম্যাচে মেসিরে যেমন গোল খাইনি তেমন অরল্যান্ডো সিটিকে গোল করতেও দেয়নি।

FREE ACCESS

Related Articles