খেলা

‘জাত ক্রিকেটাররা’ এইভাবেই ফিরে আসেন, বুঝিয়ে দিলেন রোহিত

This is how 'genuine cricketers' come back, explains Rohit

Truth Of Bengal: ইন্দুভূষণ রায়, প্রাক্তন ক্রিকেটার: রোহিতকে শেষ কবে এইরকম ছন্দে দেখা গিয়েছে, তা হয়ত অনেকেরই অজানা। সত্যিই তাই। একদম ঠিক কথা। রোহিত দিনের পর দিন ব্যাটে রান পাচ্ছিলেন না। কি আইপিএল, কি জাতীয় দল।

সব জায়গাতেই ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সমালোচনা হতে থাকে। হওয়াটা একেবারেই অস্বাভাবাবিক নয়। কিন্তু সমালোচকদের মাথায় রাখা উচিত, রোহিত একজন ‘জাত ক্রিকেটার’। কাজেই যে কোনও সময় মাঠে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন। শুধু অপেক্ষা ছিল সময়ের।

রবিবার নিজের স্টেডিয়াম। নিজের চেনা পরিবেশটাই কাজে লাগিয়ে দিলেন রোহিত। অনেকদিন পর রোহিতকে এইভাবে দেখে সত্যিই শুধু আমার নয়, ভাল লেগেছে আপামর ক্রিকেটপ্রেমীরও। কেননা আমরা তো রোহিতকে এইরকম দেখতেই অভ্যস্ত। আশা করি এবার রোহিতের সমালোচকরা নিশ্চয়ই মুখে কুলুপ আঁটবেন। তাঁদের মাথায় রাখা উচিত খেলোয়াড়রা যাবতীয় সমালোচনা মুখে দেন না, দেন মাঠে। রোহিত সেটাই করলেন। হ্যাটস অফ হিটম্যান।

রোহিতের পাশাপাশি আমি প্রশংসা করব সূর্য কুমার যাদবেরও। রোহিতের মতো সূর্য-ও যেন অনেকদিন নিভে গিয়েছিল। ওয়াংখেড়েতে সেই নিভে যাওয়া সূর্যই আবার জ্বলে উঠলেন। যে আগুন নেভানোর ক্ষমতা চেন্নাই বোলারদের ছিল না।

অবশ্য থাকার কথাও নয়। কেননা চেন্নাই দলটা এখন হারতে হারতে অনেকটাই ম্রীয়মান হয়ে পড়েছে। এই কঠিন অবস্থা থেকে তাদের বেড়িয়ে আসাটা অবশ্যই খুব দরকার। জানি না তাঁরা কবে আবার জ্বলে উঠবে।

রবিবার প্রথম ম্যাচে আর এক ব্যাটারের ব্যাটিং আমাকে মুগ্ধ করল। তিনি হলেন বিরাট। দলের প্রয়োজনে কি দূরন্ত পারফরম্যান্স দেখলাম কোহলির ব্যাটিংয়ে। এটাই তো ‘জাত ক্রিকেটারদের আসল চেহারা। রানও যেমন করলেন, ঠিক তেমনই দলকে জয়ও এনে দিলেন। সুতরাং বিরাট-এর প্রশংসা প্রাপ্য।’

তবে একজনকে দেখে খুব অবাক হচ্ছি, তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। এবার বুঝি তাঁর সময় হয়েছে গ্লাভস-ব্যাট তুলে রাখার। দু-একটা ম্যাচ ছাড়া সেইভাবে নজর-ই কাটতে দেখলাম না ধোনিকে। আমার মনে মাহি এবার চিন্তা-ভাবনা করুক নিজের বিষয়ে। সেটাই মঙ্গল হবে ওর ক্ষেত্রে।

Related Articles