খেলা
Trending

ফাইনালেও বাঁ পায়ের জাদু !কোপা আমেরিকায় জিতবে কোন দল !

The magic of the left foot in the final! Which team will win the Copa America!

The Truth Of Bengal: ২০২১ সালের পর ২০২৪ সালে কি জয়লাভ করবে মেসি বাহিনী ? কোপা আমেরিকার ফাইনালে শ্রেষ্ঠত্ব অর্জন করতে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচটি মেসির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কারণ তিনি এরপরে আর কোপা আমেরিকা খেলবেন কিনা তা স্পষ্ট নয়। যদি অবসর নেন সেক্ষেত্রে এইটাই তারা কোপা আমেরিকা শেষ ম্যাচ হতে পারে বলে মনে করছেন অনেকে।

ফলত নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে জয়লাভের চেষ্টা চালাবে স্ক্যালোনির টিম । সেমিফাইনালে কানাডার বিপক্ষে আলভারেজ ও মেসির গোলে নীল-সাদা জার্সিধারীরা ২-০ গোলে জয় লাভ করে । এবার কলম্বিয়ার বিপক্ষেও বাঁ পায়ের জাদু দেখবে ফুটবল বিশ্ব এমনটাই মনে করা হচ্ছে ।২০২১ সালে কোপা আমেরিকায় জয় লাভ । তার পরের বছর অর্থাৎ ২০২২ সালে বিশ্বকাপও জেতে আর্জেন্টিনা। এবারো কি জয়লাভ ? কোপা আমেরিকার সেরা হবে স্ক্যালোনি বাহিনী !ফাইনালে নামার আগে মেসি জানিয়েছেন , তিনি শেষ যুদ্ধগুলোতে লড়াই করছেন ।

সেজন্য তিনি পুরোপুরি উপভোগ করতে চান । ফাইনালে ওঠা যে সহজ ছিল না তা তার কথায় উঠে এসেছে । ফাইনাল ম্যাচটি-সহ প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করতে চান বলেও জানিয়েছেন মেসি। অপরদিকে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেছে কলম্বিয়া। দুদলের লড়াই এর দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব । ২০২১ সালের জয়কে ধরে রাখতে বদ্ধ পরিকর আর্জেন্টিনা।

 

Related Articles