খেলা

দেশের মাটিতে সর্বনিম্ন স্কোর! কিউইদের বিরুদ্ধে মাত্র ৪৬ রানে অল আউট ভারত

The lowest score in the country! India all out for just 46 runs against the Kiwis

Truth Of Bengal: একটা সময় মনে হচ্ছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড ভেঙে দেবে টিম ইন্ডিয়া। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। এবার দেশের মাটিতে সেই রেকর্ড ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু তা কোনও রকমে এড়ানো গিয়েছে। ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টে ইন্ডিয়ার প্রথম ইনিংস শেষ  হল মাত্র ৪৬ রানে। তবে এটি দেশের মাটিতে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড টিম ইন্ডিয়ার।

টেস্ট ক্রিকেটের ইতিহাস নজর রাখলে বেঙ্গালুরুতে ভারতের এই ৪৬ রানে অল আউট হওয়ার ঘটনা তিন নম্বরে জায়গা করে নিল। অ্যাডিলেডে ২০২০ সালে ভারত ৩৬ রানে অলআউট হওয়ার আগে টেস্টে সর্বনিম্ন স্কোর ছিল ৪২। সেটি ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে।

ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসের স্কোরকার্ড দেখলে যে কোনও ভারতীয় ক্রিকেটপ্রেমী মুষড়ে পড়বে। ১১ জনের মধ্যে মাত্র ২ জন ক্রিকেটার ২ অঙ্কের রান করেছেন। অবশ্য যেখানে ৪৬ রানে অল আউট হয়েছে টিম, সেখানে এমন বিপর্যয় যে ঘটেছে, তেমনটা আঁচ করতে অসুবিধে হয় না। ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন ঋষভ পন্থ (২০)। দ্বিতীয় সর্বাধিক রান যশস্বী জয়সওয়ালের (১৩)। বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন ভারতের এই ৫ ক্রিকেটার শূন্যে ফেরেন।

Related Articles