এমবাপের বিকল্প খোঁজা শুরু! দলকে মজবুত করতে তিনটি পজিশনের দিকে বিশেষ নজর পিএসজির
Start looking for Mbapp alternatives

The Truth Of Bengal : গত কয়েকমাস ধরে চর্চার বিষয় হয়ে উঠেছে এমবাপের দল বদল নিয়ে । ইতিমধ্যেই তিনি পিএসজিতে তার দলবদলের কথা জানিয়েও দিয়েছেন । এমবাপের মতো একজন খেলোয়াড়কে না পাওয়া বেশ চাপের পিএসজির ক্ষেত্রে। সেকারণে এবার পিএসজির তরফ থেকে ভাবনা চিন্তা করা হচ্ছে তার জায়গায় কোন খেলোয়াড় কে আনা হবে । গত বছরই এমবাপের দল বদল যখন আলোচনার শিরোনামে তখন উসমান দেম্বেলেকে বার্সেলোনা থেকে নিয়ে এসেছিল পিএসজি ।
ব্রাডলি বারকোলা, রান্দাল কোলর মতো খেলোয়াড় রা আছেন ক্লাবে। তবুও দলকে মজবুত করতে এবার তাই তিনটি পজিশনের দিকে বিশেষভাবে নজর পিএসজি। একজন শীর্ষ সারীর স্ট্রাইকার, মিডফিল্ডার এবং সেন্টার ব্যাককে দলে নিতে চাইছে পিএসজি। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত তার চুক্তির মেয়াদ রয়েছে। এর আগে মেসি দল বদলেছেন । পিএসজি তে থাকাকালীন মেসি পিএসজি থেকে পর্যাপ্ত সম্মান পাননি বলে স্পষ্ট করেছিলেন । নেইমারও পিএসজিতে থাকাকালীন সম্মান তো পান্ইনি উপরন্ত তার সাথেও বারবার দুর্ব্যবহার করা হয়েছে।
তাই মেসি নেইমার পিএসজি থেকে যাওয়ার সময় কার্যত রাগ ক্ষোভে ফেটে পড়েছিলেন । এমবাপের সঙ্গেও পিএসজি ভালো ব্যবহার করেনি। সে কথাও গতবার জানা গিয়েছিল। মেসি নেইমারের জুতোতে আর পা গলাননি এমবাপে। তিনি থেকেই গিয়েছিলেন। নজর দিয়েছিলেন খেলাতে। পরিস্থিতির স্বাভাবিক করে মানিয়ে নিয়ে ছন্দে আবার খেলাও শুরু করেছিলেন। তবে এবার তখন তিনি দল বদলানোর কথা জানিয়েছেন তখন খোঁজ পড়েছে তার বিকল্প খেলোয়াড়ের ।
FREE ACCESS