খেলা

মেলবোর্নে দূরন্ত ছন্দে স্মিথ, প্রথম ইনিংসেই চাপে ভারত

Smith in Melbourne, India under pressure in the first innings

Truth Of Bengal: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা আদায়ের জন্য ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ বক্সিং ডে টেস্ট। সেই টেস্টের প্রথম ইনিংসে আপাতত খাদের কিনারায় রয়েছে ভারত। দিনের শেষে রোহিত ব্রিগেডের সংগ্রহ পাঁচ উইকেটের বিনিময়ে ১৬৪ রান।

প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৬ উইকেটের বিনিময়ে ৩১১ রান। দ্বিতীয় দিনের শুরু থেকেই ক্যাঙারুদের হয়ে ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠেন স্টিভ স্মিথ। খেলা শুরুর দিনেই নিজেদের অর্ধ্বশতরান পূর্ণ করে নিয়েছিলেন দুই ওপেনার উসমান খোয়াজা এবং স্যাম কনস্টাস। পিছিয়ে ছিলেন না লাবুশানে-ও। প্রথম দিনে অপরাজিত ৬৮ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় দিনেও নিজের ধারাবাহিকতা বজায় রাখলেন এই অজি ব্যাটার। ১৯৭ বলে ১৪০ রান হাঁকান স্মিথ। তাঁর দূরন্ত ইনিংস সাজানো ছিল ৩টি ওভার বাউন্ডারি এবং ১৩টি বাউন্ডারির সাহায্যে। তবে স্মিথ রান পেলেও বক্সিং-ডে- থেকে প্রথম ইনিংসে শূন্য রানেই ফিরতে হল আগের দুই ম্যাচে নজরকাড়া ব্যাটার ট্রাভিস হেড।

তাছাড়া এই টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে রান পেয়েছেন অজি অধিনায়ক কামিন্স থেকে শুরু অ্যালেক্স ক্যারি পর্যন্ত। যার সুবাদেই প্রথম ইনিংসে রানের পাহাড়ে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। তাদের সংগ্রহ ৪৭৪ রান।

ভারতীয় বোলারদের মধ্যে এই টেস্টেও প্রথম ইনিংসে নিজের চেনা ছন্দে থেকেই চার চারটি উইকেট ঝুলিতে পুড়ে নিলেন পেসার যশপ্রীত বুমরা। জাড্ডু পেলেন তিনটি উইকেট। আকাশদীপ ২টি এবং সুন্দর ১টি উইকেট নিলেও সিরাজকে থাকতে হল খালি হাতেই।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেল ভারত। এই টেস্টে যশস্বীর সঙ্গে ওপেনিং-এ ব্যাট করতে নামেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু হলে কি হবে, ৬ কিংবা ১, রোহিত সবেতেই সমান। অর্থ্যাৎ বক্সিং ডে টেস্টেও বড় রান এল না হিটম্যানের ব্যাট থেকে।

অজি বোলার প্যাট কামিন্সের বাইরের বলে খোঁচা মেরে যেভাবে আউট হলেন, তাতে তাঁকে নিয়ে ফের প্রশ্নচিহ্ন তুলে দিলেন সমালোচকরা। তবে আগের দুটি টেস্টে ব্যর্থ হলেও বক্সিং-ডে তে প্রথম ইনিংসে জ্বলে উঠলেন যশস্বী। ১১৮ বলে ৮২ রানের ঝাঁ চকচকে ইনিংসে উপহার দিলেন তিনি। যশস্বীর সঙ্গে জুটি বেঁধে এরপর ভারতীয় দলকে কিছুটা টেনে তোলার চেষ্টা করেছিলেন কেএল রাহুল এবং বিরাট। কিন্তু তাঁরাও স্থায়ী হলেন না বেশিক্ষণ। কামিন্স এবং বোলান্ডের বলে ২৪ এবং ৩৬ রান করে সাজঘরে ফিরলেন তাঁরা।

বল হাতে দুটি উইকেট নিলেও নাইট ওয়াচ ম্যান হিসেবে শুক্রবার মাঠে নামা আকাশদীপও ব্যর্থ হলেন। শূন্য রানেই ফিরতে হল তাঁকে। এরপর দ্বিতীয় দিনে ভারতীয় দলের দুই অপরাজিত ব্যাটার হলেন রবীন্দ্র জাদেজা ও ঋষভ পন্থ। দিনের শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান। রোহিতরা এখনও পিছিয়ে ৩১০ রানে। এখন দেখা যাক, এই জুটি ভারতীয় দলকে কতটা টেনে তুলতে পারেন। তবে বক্সিং ডে টেস্টে ভারতের এইরকম ব্যাটিং পারফরম্যান্স দেখে জয়ের আশা ক্রমশই ক্ষীণ হতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। অনেকেই মনে করছেন, অবাস্তব কিছু না ঘটলে এই টেস্টে ভারতের জয় পাওয়া কার্যত একপ্রকার অনিশ্চিত।

Related Articles