দিল্লির বিপক্ষে মাঠে নামার আগেই লখনউ দলে শার্দূল
Shardul in Lucknow squad before taking the field against Delhi

Truth Of Bengal: সোমবার দিল্লির ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে লখনউ সুপার জায়ান্ট। সেই ম্যাচের ২৪ ঘণ্টা আগে লখনউ দলের টিম ম্যানেজমেন্ট মহসীন খানের বদলি হিসাবে শার্দূল ঠাকুরকে দলে নেওয়ার কথা ঘোষণা করল।
চোটের কবলে পড়ে এবারের আইপিএল-র আসর থেকে ছিটকে গেলেন লখনউ দলের ক্রিকেটার মহসিন খান। সূত্রের খবর, এই আইপিএল-এ তাঁর খেলার কোনও সম্ভাবনাই নেই। তিনি এখন বেঙ্গালুরুতে ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারছেন। ফলে মহসিন-র বদলি হিসাবে শার্দূলকেই দলে নেওয়ার সিদ্ধান্ত নিল লখনউ।
বিসিসিআই সূত্রে খবর, মহসিন এখন অনেকটাই সুস্থ। তবে মাঠে নামতে এখনও তাঁর বেশ কিছুদিন সময় লাগবে। তাই অগত্যা ঝুঁকি নিয়ে লাভ নেই। সে-কারণে এসএসজি টিম ম্যানজেমেন্ট আর দেরি করতে চায়নি। সেই কারণই শার্দূলকে দলে নিয়ে নিলেন তাঁরা। ২ কোটি টাকার বিনিময়ে এলএসজি-তে নাম লেখালেন।
এলএসজি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শার্দূল দলের সঙ্গে যোগ দিয়েছেন। মনে করা হচ্ছে হয়ত আগামী দিন প্রথম ম্যাচেই তাঁকে চূড়ান্ত দলে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন শার্দূল দলের সঙ্গে যোগ দেওয়াতে দলের শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে।