
The Truth Of Bengal : কেকেআর দিল্লির ম্যাচ নিয়ে ইডেনে ছিল বাড়তি উত্তেজনা উন্মাদনা । কারণ একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল অপরদিকে বলিউড বাদশার কলকাতা নাইট রাইডার্স । অপরদিকে সৌরভ আবার প্রিন্স অফ ক্যালকাটা হিসেবে পরিচিত ভক্ত মহলে। সৌরভের দল জিতবে না কেকেআর জিতবে তা নিয়ে দ্বিধাবিভক্ত ছিল সমর্থকরা। এছাড়া ,কলকাতার ইডেন গার্ডেন্সকে হাতের তালুর মত চেনেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।
কারণ একটা সময় তিনি এই ইডেন গার্ডেনে প্র্যাকটিস করতেন। সেই সৌরভের দলের বিরুদ্ধে বেশ চাপে পড়বে কেকেআর এমনটা মনে করেছিলেন একাংশ সমর্থকেরা । অপর অংশ মনে করেছিলেন , গৌতম খুব ভালো ভাবে চেনে ইডেনকে ফলত কেকেআর কে হারাতে বেশ চাপে পড়বে দিল্লি ক্যাপিটালস ।
দু পক্ষের কথার লড়াইয়ে যখন তপ্ত ইডেন তখন নীরবে সৌরভের সামনে সৌরভের রেকর্ড ভাঙলেন বিপক্ষ টিমের খেলোয়াড় ফিল সল্ট । সাত ম্যাচে ৩৩১ রান ছিল সৌরভের সেই রেকর্ড ভেঙ্গে দিলেন সল্ট । তিনি করলেন ৩৪৪ রান। সৌরভ যে রানের নজির গড়েছিলেন তা ২০১০ সাল থেকে ছিল রেকর্ড। ১৪ বছর সময় লাগলো সেই রানকে ভাঙতে।সল্ট একাই ৩৩ বলে ৬৮ রান করে এবং ৭ উইকেটে জয়ী হয় কেকেআর।