আগামী আইপিএলএ কেকেআর দলে নেই রাসেল-ভেঙ্কটেশ
ভেঙ্কিকে গত আইপিএল-এ প্রথমে ছেড়ে দিয়েও পরে মেগা নিলামে সবচেয়ে বেশি ২৩.৭৫ কোটি টাকা দিয়ে মধ্যপ্রদেশের এই ক্রিকেটারকে দলে নিয়েছিলেন নাইট টিম ম্যানেজমেন্ট।
Truth Of Bengal: আসন্ন আইপিএল-র মেগা নিলামের আগেই কোন কোন খেলোয়াড়কে নিজেদের দলে ধরে রাখা হবে তার তালিকা শনিবার প্রকাশ করল কলকাতা নাইরার্ডস। নাইটদের প্রকাশিত সেই তালিকায় স্থান হল না ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের। অর্থ্যাৎ ১০ বছরের সম্পর্কের ইতি ঘটল। শুধু রাসেলই নন, নাইটদের তালিকায় স্থান হয়নি গত আইপিএল-এ দলের সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ারেরও।
ভেঙ্কিকে গত আইপিএল-এ প্রথমে ছেড়ে দিয়েও পরে মেগা নিলামে সবচেয়ে বেশি ২৩.৭৫ কোটি টাকা দিয়ে মধ্যপ্রদেশের এই ক্রিকেটারকে দলে নিয়েছিলেন নাইট টিম ম্যানেজমেন্ট। কিন্তু তাঁদের সে আশায় পুরোপুরি জল ঢেলে দিয়েছেন ভেঙ্কটেশ। ফলে এবার আর তাঁকে দলে রাখতে উৎসাহী ছিলেন না নাইট ম্যানেজমেন্ট।
এদিকে যাঁদের রেখে দেওয়া হচ্ছে দলে, সেই তালিকায় রয়েছেন গত আইপিএল-এ দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে, মনীশ পাণ্ডে, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, হর্ষিত রানা এবং অঙ্কৃশ রঘুবংশী। সূত্রের খবর, রাসেল, ভেঙ্কটেশ ছাড়াও নাইটরা ছেড়ে দিতে পারেন মইন আলি, আনরিখ নোখিয়া, কুইন্টন ডি’কক, রহমুনুল্লা গুরবাজ এবং স্পেন্সার জেনসনকে।





