বুমরার সঙ্গে গভীর আলোচনা গম্ভীরের, সিডনিতে রোহিতকে নিয়ে বাড়ছে গুঞ্জন
Rumors are growing about Rohit in Sydney after Gambhir's long discussion with Bumrah

Truth Of Bengal : টিম ইন্ডিয়ার হেডস্যার গৌতম গম্ভীরের মন-মেজাজ বোঝা অনেক সময়ই দায় হয়ে দাঁড়ায়। সিডনি টেস্টের আগে তিনি যেন রেগে অগ্নিশর্মা। দলের অন্দরের অবস্থা নিয়ে মন্তব্য করে পরে আবার সেই খবর কেন বাইরে গেল, তা নিয়ে ক্ষোভ জানিয়েছেন। এদিকে, রোহিত শর্মা শেষ টেস্টে খেলবেন কিনা, তা নিয়ে পরিষ্কার কিছু জানাননি। প্রেস কনফারেন্সে কেন রোহিত আসেননি, সেই প্রশ্ন আসতে তিনি বিরক্তির সুরে জানান, হেড কোচ সেখানে হাজির, এটাই তো মনে হয় যথেষ্ট। এ সবের পরও গম্ভীরকে নিয়ে আলোচনা থামছে না। এর মধ্যেই সিডনি টেস্টের আগের দিন দীর্ঘক্ষণ জসপ্রীত বুমরার সঙ্গে কথা বলতে দেখা গেল গৌতিকে। টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের সঙ্গে দীর্ঘ আলোচনার পর গম্ভীর পৌঁছে যান নির্বাচক প্রধানের কাছে। এরপরই প্রশ্ন উঠেছে, সিডনিতে কি কোনও চমক অপেক্ষা করছে।
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, সিডনিতে অনুশীলনের ফাঁকে জসপ্রীত বুমরার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় গৌতম গম্ভীরকে। যে সময় তাঁরা দু’জন কথা বলছিলেন, তখন বিরাট কোহলি, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজারা ওয়ার্ম আপ করছিলেন। এসময় তাঁদের ফুটবল খেলতেও দেখা যায়। পাশাপাশি শুভমন গিল ও ওয়াশিংটন সুন্দরকে দেখা যায় ফিল্ডিং করতে।
বুমরার সঙ্গে কথা বলার পর গৌতি হাজির হন নির্বাচক প্রধান অজিত আগরকরের কাছে। এরপরই ক্রিকেট মহলে বলাবলি হচ্ছে, হয়তো সিডনি টেস্টে রোহিত শর্মা বাদ পড়তে পারেন। এবং সেক্ষেত্রে বর্ডার গাভাসকর ট্রফির পারথ টেস্টের মতো ভারতীয় টিমের নেতৃত্ব দিতে দেখা যাবে জসপ্রীত বুমরাকে।