
The Truth of Bengal: ওডিআই বিশ্বকাপে পাকিস্তান দল ছিটকে যাওয়ায় দলের ভিতরে চলছে পরিবর্তন। বাবর আজম কে অধিনায়কত্বের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আগেই। ক্রিকেটার থেকে ক্রিকেট বোর্ডের কর্তাদেরকে তীব্র কটাক্ষ হজম করতে হয়েছে। এই পরিস্থিতিতে এখনো চলছে সেই পরিবর্তন। বিশ্বকাপে হারের পর থেকে পিসিবির পরিবেশ একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে।
এমত অবস্থায় পিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিলেন মিকি আর্থার, গ্রান্ট ব্র্যাডবার্ন এবং অ্যান্ড্রু পুটিক। পিসিবি মিডিয়ার তরফ থেকে এক্সে তাদের সম্পর্ক ছিন্নের বিষয়টা জানানো হয়েছে। পিসিবির সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছিল এই তিন জনের । সে কারণে আনুষ্ঠানিকভাবে এই তিনজন এবার পিপিবিকে জানালেন বিদায়। আর্থার ছিলেন পাকিস্তান ক্রিকেটের ডিরেক্টর। এর আগে তিনি পাকিস্তানের প্রধান কোচের ভূমিকায় ছিলেন।
সালটা ছিল ২০১৬ থেকে ২০১৯ । পাকিস্থান টিমেও চলছে পরিবর্তন। টিমটাকে শক্তিশালী গঠন করার চেষ্টা করা হচ্ছে। সেখানেই নতুন প্রজন্মদেরকে সুযোগ দেওয়ার ভাবনা রয়েছে পাক বোর্ডের। ব্র্যাডবার্ন এর আগে ছিলেন ফিল্ডিং কোচ। পুটিককে ব্যাটিং কোচ করেছিলেন পিসিবি কর্তারা। আসলেই সামনের ম্যাচগুলোতে যেতে পাকিস্তান টিম ঠিকঠাক পারফর্ম করতে পারে এবং যেতে হারতে না হয় সে কারণে এই পরিবর্তন হয়েই চলেছে।